Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

বনগাঁয় বোমা, বন্দুক জমা করা হচ্ছে, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির

 ‌

Bangaon-bombs-guns-being-stored

সমকালীন প্রতিবেদন : ‌'বনগাঁ পুরসভার প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের গুন্ডাবাহিনী বোমা, বন্দুক জমা করে রেখেছে। তাদেরকে সাবধান করতে চাই। উত্তরপ্রদেশের ভোটের পর সব গুন্ডা টাইট হয়ে যাবে। একজনও বাঁচবে না।'‌ বৃহস্পতিবার বনগাঁয় দলীয় কর্মসূচিতে এসে এমনই সাবধানবাণী শোনালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


এদিন বিজেপির পক্ষ থেকে পুরসভার ভোটপ্রচার উপলক্ষে বনগাঁয় একটি র‌্যালি বের করা হয়। হুডখোলা জিপে করে বনগাঁ শহর পরিক্রমা করেন রাজ্য সভাপতি। এদিন বনগাঁর বনবিহারী কলোনী থেকে এই র‌্যালি শুরু হয়। এরপর ত্রিকোন পার্ক, মতিগঞ্জ, বিএসএফ ক্যাম্প মোড়, বাটা মোড় হয়ে বনগাঁর রেল গুদামে এই র‌্যালি শেষ হয়।


র‌্যালি শেষে একটি পথসভায় সুকান্ত মজুমদার বলেন, 'যারা গরু, বালি, পাথরের টাকা খেয়েছে, তারা এরপর সিবিআইয়ের আদর খাবে।‌ সাংসদ দেবকে সিবিআই ডেকেছিল। প্রথমে ভয়ে তিনি যেতে চান নি। পরে আবারও ডাকা হয়। কিন্তু আর এড়াতে না পেরে তাঁকে সিবিআইয়ের চা খেতে যেতে হয়েছে।'


তিনি আরও বলেন, 'তৃণমূল হামলা আর মামলা ছাড়া কিছু পারে না। মানুষের মৌলিক অধিকার হল, নিজেকে রক্ষা করা। সেকথা বলতেই আমার বিরুদ্ধে তৃণমূল মামলা দায়ের করেছে। রাজ্যে তৃণমূলের যা অবস্থা, তাতে আগামী দিনে তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ বাধবে।' এদিন বনগাঁ ছাড়াও জেলার বিভিন্ন জায়গার দলীয় কর্মসূচিতে অংশ নেন রাজ্য সভাপতি।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন