সমকালীন প্রতিবেদন : এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনা জেলার সোনাকানিয়া দর্জিপাড়া এলাকায়। এদিন দুপুরে হঠাৎ খালপাড় এলাকা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয় কৃষকেরা তখন কৃষিকাজে ব্যস্ত ছিলেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
কোথা থেকে এই দুর্গন্ধ বের হচ্ছে, তার সন্ধান করতে গিয়ে পাশের একটি বাগানে এক মহিলার মৃতদেহ নজরে আসে তাঁদের। দেহটি সেখানে দুএক দিন পরে ছিল বলে মনে হয় তাঁদের। দেহটি পচে যাওয়ায় সেখান থেকেই এই দুর্গন্ধ ছড়াচ্ছিল। এরপর তাঁরা গ্রামবাসীদের ডেকে আনেন। খবর দেওয়া হয় হাবরা থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, খালপাড় এলাকায় পড়ে থাকা বছর ৫৫ বয়সের ওই মহিলার মুখ পোড়া অবস্থায় ছিল। ওই মহিলা এলাকায় ভিক্ষা করে জীবনযাপন করতেন। কিন্তু কিভাবে তাঁর মৃত্যু হলো, তা কেউ বুঝতে পারছেন না। এলাকায় দীর্ঘদিন ধরে থাকলেও ওই মহিলার সঠিক পরিচয় সেভাবে কেউ জানেন না। ঘটনার তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন