Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

‌হাসপাতাল চত্বর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

The-body-of-an-old-man-was-recovered-from-the-hospital-premises

শম্পা গুপ্ত : ‌হাসপাতাল চত্বরে এক বৃদ্ধের মৃতদেহ পরে থাকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। শনিবার সকালে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্তরে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। কি কারণে তাঁর মৃত্যু ঘটেছে, তা জানার জন্য মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। 


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের সদর হাসপাতাল ক্যাম্পাসে এদিন একটি মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয় মানুষ। সেখানে বসে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মৃতদেহটি ছিল। ওই অবস্তায় দেখতে পেয়ে স্থানীয়রাই হাসপাতাল কর্মীদের খবর দেন। 


যেভাবে ওই বৃদ্ধের দেহ পরেছিল, তাতে প্রথমে অনেকে ভেবেছিলেন ওই বৃদ্ধ ঘুমোচ্ছেন। অনেকক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে বোঝা যায় বসে থাকা অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই বৃদ্ধ। হাসপাতালের পক্ষ থেকে এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। ওই ব্যক্তি কোনও রোগীর আত্মীয় কি না, সেই বিষয়টিও দেখা হচ্ছে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন