Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

উদ্ধার হওয়া মোবাইল ফোন ফেরত পেলেন মালিকেরা

 

Recovered-mobile-phone-returned

সৌদীপ ভট্টাচার্য : বিভিন্ন সময় চুরি হয়ে বা হারিয়ে যাওয়া বেশ কিছু মোবাইল ‌উদ্ধার করে মোবাইলের আসল মালিকদের হাতে তুলে দিল বারাসত জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে বারাসত জেলা পুলিশ সুপারের দপ্তরে পুলিশ সুপার রাজনারায়ন মুখার্জির উপস্থিতিতে এই মোবাইলগুলি তুলে দেওয়া হল।



পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জী জানান, বারাসত জেলা পুলিশের অন্তর্গত ৯ টি থানা এলাকা থেকে প্রায় ২৮০ টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আজ কিছু মোবাইল ফোন মালিকদের ফেরত দেওয়া হল। বাকি ফোনগুলো নির্দিষ্ট থানা এলাকা থেকে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হবে। 


জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বিভিন্ন সময় এই ফোনগুলি চুরি বা হারিয়ে যায়। তারপর এই সমস্ত ফোনের বিষয়ে থানায় জেনারেল ডায়েরি হয়। তার ভিত্তিতে ফোনগুলি উদ্ধার হয়েছে বলে জানান পুলিশ সুপার। এদিন জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে ৯ জন মোবাইল ফোন মালিকের হাতে উদ্ধার হওয়া তাঁদের ফোন তুলে দেওয়া হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন