Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

সিরিজ ব্যর্থতায় গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্নের মুখে টিম ইন্ডিয়া

 

Series-failure

সমকালীন প্রতিবেদন : ভারতের মাটিতে ইতিহাস গড়ে এক দিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। ইন্দোরে তৃতীয় ম্যাচে ৩৩৮ রান তাড়া করতে নেমে ২৯৬ রানে গুটিয়ে গেছে ভারত। বিরাট কোহলির দুর্দান্ত ১২৪ রানের ইনিংসও কাজে আসে নি, হর্ষিত রানার লড়াকু প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। ৪১ রানে হেরে সিরিজ ১-২ ব্যবধানে হারল টিম ইন্ডিয়া। 

শুভমন গিলের নেতৃত্বে এখনও পর্যন্ত কোনও ওডিআই সিরিজ জেতা হল না ভারতের। এই প্রথম দেশের মাটিতে এক দিনের সিরিজ জিতল কিউয়িরা, আর নতুন বছরের শুরুতেই একাধিক প্রশ্ন তুলে দিল ভারতীয় ক্রিকেট। ২০২৪ সালে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ক্ষত এখনও তাজা ছিল। সীমিত ওভারের ক্রিকেটে সেই যন্ত্রণা ভুলে যাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু উল্টে আরও গভীর হল ক্ষত। 

ব্যর্থতার মূল কারণ হিসেবে প্রথমেই উঠে আসছে বোলিং বিভাগ। জশপ্রীত বুমরা না থাকায় আক্রমণে আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট। অর্শদীপ সিং ও হর্ষিত রানা উইকেট পেলেও রান আটকাতে পারেননি। তুলনামূলক ভাবে নিয়ন্ত্রিত ছিলেন মহম্মদ সিরাজ। তিন ম্যাচেই উইকেটশূন্য রবীন্দ্র জাডেজা। তাঁর ওডিআই ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে, বিশেষত অক্ষর প্যাটেলের মতো বিকল্প অপেক্ষায় থাকায়।

ব্যাটিংয়েও ধাক্কা। ওপেনার রোহিত শর্মা তিন ম্যাচে মাত্র ৬১ রান করেছেন। পরিচিত আগ্রাসন দেখা যায়নি তাঁর ব্যাটে, ফলে পাওয়ারপ্লেতেই পিছিয়ে পড়েছে ভারত। মিডল অর্ডারে জাডেজার ব্যর্থতা আরও বড় ধাক্কা। তিন ম্যাচে মাত্র ৪৩ রান, বল হাতেও প্রভাবহীন। ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপ্সদের অনায়াসে রান তুলতে দিয়েছে ভারতীয় বোলিং। শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল বড় ইনিংস খেললেও ধারাবাহিকতা ছিল না। তৃতীয় ম্যাচে ২৮ রানে বিনা উইকেট থেকে ৭১ রানে চার উইকেট পড়ে যাওয়াই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

স্পিন বিভাগেও হতাশা। কুলদীপ যাদব তিন ম্যাচে মাত্র তিনটি উইকেট পেয়েছেন, গড় ৬১-এর কাছাকাছি, ইকোনমি ৭-এর ওপরে। মাঝের ওভারে উইকেট না পাওয়ার খেসারত দিতে হয়েছে ভারতকে। এর সঙ্গে যুক্ত হয়েছে কোচ গৌতম গম্ভীরের দল নির্বাচন ও রণকৌশল নিয়ে প্রশ্ন। অর্শদীপকে শুরুতে বসিয়ে রেখে মরণবাঁচন ম্যাচে নামানো, নেতৃত্বে শুভমনের নিষ্ক্রিয়তা– সব মিলিয়ে বিভ্রান্তির ছবি স্পষ্ট।

এই ব্যর্থতার পর শাস্তির ইঙ্গিতও মিলেছে। শুভমন গিল ও রবীন্দ্র জাডেজাকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্র বনাম পঞ্জাব ম্যাচে মুখোমুখি হতে পারেন তাঁরা। আগামী বছরের এক দিনের বিশ্বকাপের আগে দল গঠনের পথে বড় ধাক্কা খেল ভারত। কোহলির লড়াই একা যথেষ্ট নয়। প্রশ্ন এখন একটাই– এই সব দুর্বলতার জবাব সময়মতো দিতে পারবে তো টিম ইন্ডিয়া?






‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন