সৌদীপ ভট্টাচার্য : রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্ত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল। ভেঙে দেওয়া হলো কোভিড টেষ্টের কিট। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে। মৃত রোগীর পরিবারের লোকেরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধেয় বুকে ব্যথা অনুভব করায় শ্যামনগরের রাহুতার বাসিন্দা সুশীলা মন্ডল (৬৬) কে পরিবারের লোকেরা ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা ওই বৃদ্ধার ইসিজি করে দেখেন, রিপোর্ট নর্মাল আছে। রাতের মতো তাঁকে হাসপাতালে ভর্তি রেখে দেওয়া হয়।
তাঁর নাতি গোপাল মন্ডল জানান, 'সকালে ঠাকুমা নিজে হেঁটে শৌচাগারে যান, খাবার খান, ব্যায়াম করেন। সমস্তটাই স্বাভাবিক থাকায় ঠাকুমাকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিই। তারমধ্যে ঠাকুমাকে করোনা পরীক্ষা করতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের নির্দিষ্ট ঘরে নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে ঠাকুমার মৃত্যু হয়।' এই ঘটনার পর হাসপাতালের গাফিলতির অভিযোগে ভাঙচুর চালান মৃতার পরিজনেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন