Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

করোনা মোকাবেলায় এবার ময়দানে গ্রীন ভলান্টিয়ারেরা

  

Green-volunteers-to-deal-with-Corona

সৌদীপ ভট্টাচার্য : রেড ভলান্টিয়ারের মতো করে এবার করোনা মোকাবেলায় পথে নামলেন গ্রীন ভলান্টিয়ারের দল। করোনা আক্রান্ত অসুস্থ রোগীর বাড়িতে গিয়ে তাঁরা পৌঁছে দিচ্ছেন খাবার, ওষুধ, অক্সিজেন, পালস্ অক্সিমিটার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের এই স্বেচ্ছাসেবী সংস্থা ‌এলাকার বিভিন্ন স্কুলে পৌঁছে স্যানিটাইজেশনের ব্যবস্থাও করছে।


বসিরহাট মহকুমায় বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষক–শিক্ষিকা এই মুহূর্তে করোনায় আক্রান্ত। তাঁরা হোম আইসোলেশনে রয়েছেন। বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জীর উদ্যোগে গ্রীন ভলান্টিয়ারের সদস্যরা ওই শিক্ষক–শিক্ষিকাদের পাশাপাশি অন্য করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। আক্রান্তদের যেমন যেমন জিনিস প্রয়োজন, তেমন তেমন জিনিস বাড়িতে পৌঁছে দিচ্ছেন।


যেসব স্কুলের শিক্ষক–শিক্ষিকারা করোনায় আক্রান্ত হয়েছেন, দমকল বাহিনীকে নিয়ে সেইসব স্কুলগুলি স্যানিটাইজেশনের ব্যবস্থা করলেন গ্রীন ভলান্টিয়ারের সদস্যরা। সংগঠনের সভাপতি শম্ভু সাহা জানান,  'এদিন বসিরহাট হাইস্কুল, সাইপালা প্রাইমারি স্কুল, হরিমোহন দালাল গার্লস হাই স্কুলে স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি করোনা সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।'‌ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন