Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

পুলিশি পাহারায় বাগদার জেলবন্দি অভিযুক্তের এসআইআর শুনানিতে হাজিরা

 

SIR-hearing

সমকালীন প্রতিবেদন : ‌জেলবন্দি এক বিচারাধীন অভিযুক্তকে এসআইআর শুনানিতে হাজির করল পুলিশ। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় এই দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হয় গোটা শুনানি পর্ব।

পুলিশ সূত্রে জানা গেছে, বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের দেয়াড়া এলাকার বাসিন্দা শাকিব শেখ ওরফে শাকিল পকসো মামলায় অভিযুক্ত। সে প্রায় ১৭ মাস ধরে কৃষ্ণনগর জেলে বন্দি রয়েছে। শনিবার তাঁর এসআইআর শুনানির ডাক পড়ে বাগদার হেলেঞ্চা গার্লস হাই স্কুলে।

এ দিন সকালে কৃষ্ণনগর জেল পুলিশ প্রথমে শাকিবকে বাগদা থানায় নিয়ে আসে। সেখান থেকে পর্যাপ্ত পুলিশি পাহারায় তাকে হেলেঞ্চা গার্লস হাই স্কুলে নিয়ে গিয়ে শুনানিতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাকে কৃষ্ণনগর জেলের উদ্দেশ্যে নিয়ে যান পুলিশ আধিকারিকেরা।

পুলিশ জানিয়েছে, শাকিব বিচারাধীন বন্দি হওয়ায় শুনানির সময় কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। জেলবন্দি অভিযুক্তকে প্রকাশ্যে শুনানিতে হাজির করার ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বাভাবিক ভাবেই কৌতূহল ও আলোচনা শুরু হয়।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন