Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

দিনের টুকিটাকি : ‌২৮ জানুয়ারী, ২০২২

স্কুল খোলার দাবি

'আর নয় গুগুল, জুম, ফিরিয়ে দাও আমার ক্লাসরুম'‌। এমনই পোষ্টার, ব্যানার হাতে স্কুল খোলার দাবিতে সরব হলেন বামপন্থী শিক্ষক নেতারা। শুক্রবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বনগাঁ মহকুমা শাখার পক্ষ থেকে বনগাঁর অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষে পিয়ুষকান্তি সাহা জানান, করোনা পরিস্তিতির কথা বলে রাজ্য সরকার গত ২ বছর ধরে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসরুম বন্ধ রেখেছে। প্রাথমিক স্তরে পুরোপুরি বন্ধ রয়েছে ক্লাস। এর ফলে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পরছে। এই পরিস্থিতিতে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার দাবি জানিয়েছে এবিটিএ।


জখম মদন মিত্র

বাইক চালিয়ে বেলঘড়িয়ার ১৭ এর পল্লী নাগরিক সমিতির পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনীতে যাবার পথে দূর্ঘটনায় জখম হলেন বিধায়ক মদন মিত্র। তাঁর পায়ে আঘাত লেগেছে। রক্তক্ষরণও হয়েছে। আপাতত সুস্থ আছেন তিনি। শুক্রবার সন্ধেয় বিটি রোড ধরে নিজেই বাইক চালিয়ে যাবার সময় বেলঘরিয়া রথতলা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হন মদন মিত্র। নিয়ন্ত্রন হারিয়ে তিনি ট্রাকের নিচে চলে যান। কোনওরকমে প্রাণে বেঁচে যান তিনি। পাশেই একটি নার্সিং হোমে তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন