সমকালীন প্রতিবেদন : দু'দিন নিখোঁজ থাকার পর যশোর রোজের পাশের একটি ডোবা থেকে উদ্ধার হল ভিন রাজ্যের এক গাড়ি চালকের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সাত্তার শেখ। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার দোগাছিয়া এলাকায় একটি পুকুর থেকে তার মৃতদেহটি উদ্ধার হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর রোডের পাশে দুই দিন ধরে দাঁড়িয়েছিল একটি ট্রাক। কিন্তু ওই ট্রাকের চালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গাড়ির খালাসী চালককে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করেছিলেন। অবশেষে শনিবার সন্ধেয় রাস্তার পাশের একটি পুকুরে কিছু একটা ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়।
স্থানীয় মানুষের কাছ থেকে এই খবর পেয়ে রাতেই পুলিশ এসে দেখে, সেখানে একটি মৃতদেহ ভাসছে। এরপর পুকুর থেকে দেহটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দেহটি নিখোঁজ ওই ট্রাক চালকের। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে মত্ত অবস্থায় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, তা জানতে দেহটিকে ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন