Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ১১ নভেম্বর, ২০২১

Today-in-history

ইতিহাসে আজ

জাতীয় প্রেক্ষিত  :

১) ১৮৮৮ খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী ও  স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম হয়। তাঁর জন্মদিন জাতীয় শিক্ষক দিবস হিসাবে  পালিত হয়। 

২) ১৯৫৮ খ্রিস্টাব্দে গোমিয়াতে ভারতে সর্বপ্রথম ঞ(ইন্ডিয়ান এক্সপ্লোসিভ লিমিটেড কারখানার উদ্বোধন হয়। 

৩) ১৯৮৮ খ্রিস্টাব্দে মৌলানা আবুল কালাম আজাদের জন্মশতবার্ষিকীর উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামস্বামী ভেঙ্কটরমন। 

৪) আজকের দিনে জন্মেছিলেন জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা জে বি কৃপালনী; রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর আই জি প্যাটেল; শাস্ত্রীয় সংগীত শিল্পী উস্তাদ আব্দুল করিম খান; ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন ও রবীন উথাপ্পা ; সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ; ভারতীয় পরমাণু বিজ্ঞানী অনিল কোকদকর প্রমুখ। 

৫) আজকের দিনে প্রয়াত হন তামিল ভাষার কবি ও ঔপন্যাসিক কে ভি পুট্টাপ্পা; ভারতীয় অপথলমোলোজিস্ট এম সি মোদী; চতুর্দশ লোকসভার সাংসদ তারাচাঁদ সাহু প্রমুখ। 





আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৮৬৫ খ্রিস্টাব্দের সিঞ্চুলার চুক্তি অনুসারে ভুটান ও ব্রিটিশ ভারতের সীমা নির্ধারিত হয়। 

২) ১৮৮৯ খ্রিস্টাব্দে ৪২তম রাজ্য হিসাবে ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়। 

৩) ১৯১৮ খ্রিস্টাব্দে পোল্যান্ডের প্রতীকী স্বাধীনতার প্রথম দিনেই যোশেফ পিলশিডস্কি চূড়ান্ত সামরিক ক্ষমতার দখল নেন।

৪) ১৯৩০ খ্রিস্টাব্দে অ্যালবার্ট আইনস্টাইন এবং লিও শিলার্ড'র আবিষ্কৃত 'আইনস্টাইন রেফ্রিজারেটর' UD1782541 নম্বরের পেটেন্ট লাভ করে ।

৫) ২০০৪ খ্রিস্টাব্দে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অ–নির্ধারিত কারণে ইয়াসের আরাফাতের মৃত্যুদণ্ড নিশ্চিত করে । নতুন চেয়ারম্যান হন মহম্মদ আব্বাস।

৬) আজকের দিনে জন্মেছিলেন নোবেল জয়ী অস্ট্রিয়ান সাংবাদিক এ এইচ ফ্রায়েড; ফরাসি চিত্রকর এডোয়ার্ড ভুইলার্ড; আমেরিকান জ্যোতির্বিদ জে জি বেকার; আমেরিকান ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট; মেক্সিকোর ঔপন্যাসিক ফুয়েন্টেস প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন রাশিয়ান চিত্রকর পাভেল চিস্তিয়াকভ; গ্রীসের প্রধানমন্ত্রী আলেকজান্ড্রোস ভিওমিডিস;  নোবেল জয়ী ফিনিশ রসায়নবিদ এ এল ভিরটানেন; হলিউড অভিনেতা রবার্ট ভন প্রমুখ। 

স্মরণীয় আজ  : ভারতে জাতীয় শিক্ষা দিবস, ক্রোয়েশিয়াতে শিশু দিবস, পোল্যান্ডের জাতীয় স্বাধীনতা দিবস ,ব্রিটিশ যুক্তরাজ্যে স্মরণ দিবস, অ্যাঙ্গোলার স্বাধীনতা দিবস, মালদীভে প্রজাতন্ত্র দিবস, বেলজিয়ামে নারী দিবস, দক্ষিণ কোরিয়াতে পেপেরো দিবস।

সংকলক  : স্বপন ঘোষ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন