Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

‌ইতিহাসে আজ : ১২ নভেম্বর, ২০২১

Today-in-history

‌ইতিহাসে আজ


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯০৫ খ্রিস্টাব্দ জাতীয় বিদ্যালয়ের দাবি জানিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তৃতা দেন ভগিনী নিবেদিতা। 

■ অবিনাশ চক্রবর্তী , অন্নদা কবিরাজ প্রমুখের উদ্যোগে পাবনা জেলায় 'পাবনা সম্মিলনী' নামে একটা গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয়। 

■ আশুতোষ চৌধুরীর সভাপতিত্বে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন স্থাপিত হয়। 

■ অরবিন্দ ঘোষের লেখা 'ভবানী মন্দির' বইটি প্রকাশিত হয়। এই বইয়ে বিপ্লবীদের লক্ষ্য,কর্মাদর্শ ও সাংগঠনিক ভিত্তি লিপিবদ্ধ করা হয়।

২) ১৯৩০ খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রতিনিধি ছাড়াই প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কংগ্রেসের অনুপস্থিতিতে বৈঠক নিষ্ফলা হয়। 

৩) ১৯৪৫ খ্রিস্টাব্দে আই এন এ দিবস পালন করা হয়। দেশপ্রিয় পার্কের সভায় বক্তৃতা দেন শরৎচন্দ্র বসু, জওহরলাল নেহেরু ও সর্দার বল্লভভাই প্যাটেল।

৪) ১৯৬৭ খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধীর কংগ্রেস পার্টি থেকে বহিষ্কৃত হন।

৫) ২০০৯ খ্রিস্টাব্দে ভারতের 'Incredible India' সম্প্রচার ২০০৯ এর 'ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড' লাভ করে। 

৬) ২০১৯ খ্রিস্টাব্দে গুরু নানকের ৫৫০তম জন্মজয়ন্তী ভারত ও পাকিস্তানে সাড়ম্বরে উদযাপিত হয়। 

৭) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় চিত্রকর ও ভাষ্কর বালান  নাম্বিয়ার; অভিনেতা গোপাল বেদী;কংগ্রেস নেতা হীনা কাওয়ারে; আইনজ্ঞ এস পি রামস্বামী আইয়ার; পক্ষী বিশেষজ্ঞ ও পরিবেশপ্রেমী সালিম আলি ; প্রখ্যাত অভিনেতা আমজাদ খান প্রমুখ।

৮) আজকের দিনে প্রয়াত হন স্বাধীনতা সংগ্রামী , বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা মদনমোহন মালব্য ; প্রাক্তন রেলমন্ত্রী মধু দণ্ডবতে; প্রাক্তন সাংসদ কে ভি কুমার প্রমুখ। 




আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৯১২ খ্রিস্টাব্দে আন্টার্কটিকা অভিযাত্রী রবার্ট স্কট ও তার সঙ্গীদের তুষারাবৃত দেহ আন্টার্কটিকার রস আইল্যান্ড এ পাওয়া যায়। 

২) ১৯১৮ খ্রিস্টাব্দ অস্ট্রিয়া রাজতন্ত্রের বদলে প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।

৩) ১৯২৭ খ্রিস্টাব্দে লিও ট্রটস্কি সোভিয়েত কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হন এবং স্ট্যালিন কমিউনিস্ট পার্টির ওপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন। 

৪) ১৯৩৩ খ্রিস্টাব্দে নাৎসি জার্মানি লীগ অফ নেশনশ থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়।  

৫) ১৯৭৯ খ্রিস্টাব্দে ফ্রান্স পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় 

৬) ১৯৯০ খ্রিস্টাব্দ টিম বার্নার্স লি World Wide Web এর প্রস্তাব পেশ করে ।

৭) আজকের দিনে জন্মেছিলেন আইরিশ অভিনেতা উইলিয়াম ফে ; ইংরেজ লেখক বেন ট্রেভার পোলিশ কবি টি বোরোস্কি প্রমুখ 

৮) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান জ্যোতির্বিদ পার্সিভ্যাল লোয়েল; ক্রোয়েশিয়ান কবি টিন উজেভিক; ইতালিয়ান অভিনেতা গ্যাব্রিয়েল টিনটি প্রমুখ। 

স্মরণীয় আজ  : ভারতে জাতীয় পক্ষী দিবস, চিনে সান ইয়াৎ সেনের জন্মদিবস, চিকিৎসক দিবস, সাংস্কৃতিক নবজাগরণ দিবস, আজারবাইজানে সংবিধান দিবস, ইন্দোনেশিয়াতে পিতৃ দিবস, জাতীয় স্বাস্থ্য দিবস, বিশ্ব নিউমোনিয়া দিবস।

সংকলক  : স্বপন ঘোষ। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন