Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

রাজ্য মন্ত্রিসভায় রদবদল

 ‌

Reshuffle-in-the-state-cabinet

দেবাশীষ গোস্বামী : ‌পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ নবান্ন সূত্রে এই খবর জানা গেছে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জীর মৃত্যুর পর এমনিতেই দপ্তরটি খালি হয়েছিল। তাছাড়া ক্রেতা সুরক্ষা দপ্তর ছিল সাধন পান্ডের হাতে। তিনি এখন গুরুতর অসুস্থ। যার ফলে এই দপ্তরের কাজ করার জন্য মন্ত্রিসভার কেউ ছিলেন না। অর্থ দপ্তরটিও এতদিন ছিল অমিত মিত্রর হাতে। 


গত বিধানসভা ভোটের ছয় মাসের মধ্যে তাঁকে কোনও এক বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হতো। কিন্তু তিনি উপনির্বাচনে কোনও জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন নি। ফলে তাঁর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতেই হতো। এবারের রদবদলে অর্থ দপ্তর মুখ্যমন্ত্রী নিজের হাতেই রেখে দিলেন। কিন্তু অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। পঞ্চায়েত মন্ত্রী করা হলো পুলক রায়কে। তিনি এর পাশাপাশি তাঁর আগের দপ্তর জনসাস্থ্য ও কারিগরি দপ্তর‌ও সামলাবেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুঁইয়াকে। স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের পূর্ণমন্ত্রী করা হয়েছে শশী পাঁজাকে





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন