Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

HISTORY : ইতিহাসে আজ : ২০ অক্টোবর, ২০২১

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত :

১) ১৭৬০ খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সির গভর্নর ভ্যান্সিটার্ট ও মিরকাশিমের মধ্যে চুক্তি অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিরকাশিমকে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব বলে ঘোষণা করে। 

২) ১৯২১ খ্রিস্টাব্দে চট্টগ্রামের যতীন্দ্রমোহন সেনগুপ্তের ১৭ জন সহকারী গ্রেপ্তার হন।

৩) ১৯৬২ খ্রিস্টাব্দে নেতা ও লাদাখ এলাকায় চিনা সেনাবাহিনী আক্রমণ করে আসামের খানিকটা অংশ দখল করে নেয়। 

৪) ১৯৯২ খ্রিস্টাব্দে ব্রিটেনের পক্ষ থেকে প্রখ্যাত ভারতীয় সাহিত্যিক নীরদ সি চৌধুরীকে‌ '‌‌অনারারি কমান্ডার অব দি এম্পায়ার' উপাধি দেওয়া হয়। 

৬) ১৯৯১ খ্রিস্টাব্দে উত্তর কাশীর ভূমিকম্পে ভারতে অন্তত ৬৭০ জনের মৃত্যু হয়। 

৫) ১৯৯৩ খ্রিস্টাব্দে সি এ বি'র হীরক জয়ন্তী উপলক্ষ্যে ছয়টি দেশের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতায় মহম্মদ আজাহারউদ্দিনের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়। 

৬) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় রাজনীতিক ভি এস অচ্যুতানন্দন; পাঞ্জাবি ঔপন্যাসিক এম এস মিট; ভারতীয় ক্রিকেটার ও অধুনা রাজনীতিক নভোজ্যোৎ সিং সিধু; প্রখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষ; প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত ভারতীয় নৃতত্ববিদ বীরজাশঙ্কর গুহ; চিত্র পরিচালক সি ভি শ্রীধর প্রমুখ। 




আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৮২৭ খ্রিস্টাব্দে ন্যাভারিনোর নৌযুদ্ধে ব্রিটিশ, ফরাসি ও রাশিয়ার মিলিত বাহিনী তুরস্ক ও মিশরের মিলিত বাহিনীকে পরাজিত করে ।

২) ১৯০৪ খ্রিস্টাব্দে চিলি ও বলিভিয়া শান্তি ও সৌভ্রাতৃত্বসূচক চুক্তি সম্পাদন করে। 

৩) ১৯৩৫ চিনা কমিউনিস্ট পার্টির 'লং মার্চ' নানা বিপর্যয়ের মধ্যেও অবিচল থেকে একবছর পূর্ণ করে নেয়। 

৪) ১৯৫২ খ্রিস্টাব্দে কেনিয়ান সরকার দেশে জরুরী অবস্থা ঘোষণা করে 'মাউ মাউ অভ্যুত্থান' এর কয়েকশ নেতাকে গ্রেপ্তার করে ।

৫) ২০১৭ খ্রিস্টাব্দে সিরিয়াতে প্রবল গৃহযুদ্ধ শুরু হয়। 

৬) আজকের দিনে জন্মেছিলেন ফরাসি সম্রাট নেপোলিয়নের বোন পাউলিন বোনাপার্ট; ইংরেজ ঐতিহাসিক জর্জ ওরমারড; জার্মান ভূগোলবিদ কার্ল আন্দ্রে; নোবেল জয়ী ইংরেজ চিকিৎসক জেমস ক্যাডউইক; নোবেল জয়ী জার্মান বায়োলজিস্ট সি এন ভোলহার্ড প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন স্কটিশ চিকিৎসক আর্চিবল্ড পিকটারাইন; সুইডিশ স্থপতি গুনার্ড অ্যাসপ্লড; নোবেল জয়ী স্কটিশ রাজনীতিক আর্থার হেন্ডারসন; নোবেল জয়ী আমেরিকান গণিতবিদ পল ডিরাক প্রমুখ। 

স্মরণীয় আজ : আজ কোজাগরী লক্ষ্মী পুজো : ঘরে ঘরে সমৃদ্ধির দেবীর আরাধনা; কেনিয়াতে বীর দিবস; গুয়াতেমালায় বিপ্লব দিবস; ভিয়েতনামে নারী দিবস; বিশ্ব পরিসংখ্যান দিবস; বিশ্ব অস্থিক্ষয় দিবস। 

সংকলক : স্বপন ঘোষ।




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন