Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ইতিহাসে আজ : ১৬ অক্টোবর ২০২১

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত  : 

১) ১৭৫৬ খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজ ও তাঁর মাসীর ছেলে পূর্ণিয়ার শাসক সৌকত জঙ্গ–এর মধ্যে মণিহারীর যুদ্ধ হয়। এই যুদ্ধে সৌকত জঙ্গ নিহত হন। 

২) ১৯০৫ খ্রিস্টাব্দে ঢাকাকে রাজধানী করে কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন। এর প্রতিবাদে কলকাতায় অরন্ধন ও সম্পূর্ণ হরতাল পালন করা হয়। অরন্ধনের কর্মসূচীর মূল উদ্যোক্তা ছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

বাংলার ঘরে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ঐক্যের প্রতীক হিসাবে রাখীবন্ধন উৎসব পালিত হয়। আনন্দমোহন বসুর পৌরহিত্যে দুইবঙ্গের মিলনের প্রতীক ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এখানে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

৩) ১৯০৯ খ্রিস্টাব্দে অনুশীলন সমিতির সদস্যরা ফরিদপুর জেলার একটি গ্রামে ডাকাতি করে ছাব্বিশ শত টাকা সংগ্রহ করে। 

৪) ১৯৫৯ খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন্স এডুকেশন এর উদ্বোধন করা হয়। 

৫) ১৯৬৮ খ্রিস্টাব্দে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হরগোবিন্দ খুরানা চিকিৎসা বিজ্ঞান ও শারীরবিদ্যায় অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 

৬) ১৯৭৮ খ্রিস্টাব্দে পাকিস্তানের ফয়সলাবাদে কপিলদেবের টেস্ট অভিষেক হয়। 

৭) আজকের দিনে জন্মেছিলেন পশ্চিমে যোগ এর প্রচারক অমৃত দেশাই; ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক চিত্রাভিনেত্রী ও সাংসদ হেমা মালিনি; সাংবাদিক রবি আগরওয়াল; মালায়ালম কবি ভি এন মেনন প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত গণিতবিদ ও চিকিৎসক হরিশচন্দ্র; মালায়ালম কবি ই জি নায়ার; কর্নাটকী শাস্ত্রীয় সংগীত ঘরানার প্রখ্যাত শিল্পী সি ভি ভাগবত প্রমুখ। 




আন্তর্জাতিক প্রেক্ষিত  : 

১) ১৭৯৩ খ্রিস্টাব্দে বিরোধী প্রথম কোয়ালিশনের বিরুদ্ধে ওয়াটিংনিস এর যুদ্ধে ফ্রান্স জয়ী হয়। 

২) ১৮১৩ খ্রিস্টাব্দ ষষ্ঠ কোয়ালিশনের বিরুদ্ধে লিপজিগের বিরুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়। 

৩) ১৮১৭ খ্রিস্টাব্দে জাতি দাঙ্গার বিরোধিতা করার জন্য ভেনেজুয়েলা সরকার সাইমন বলিভারকে হত্যা করে। 

৪) ১৮৬৯ খ্রিস্টাব্দে কেমব্রিজের গার্টন কলেজ ইংল্যান্ডের প্রথম আবাসিক মহিলা কলেজ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।

৫) ১৯৩৪ খ্রিস্টাব্দে চিনে কুয়ো মিন টাং দলের অপশাসনের বিরুদ্ধে মাও জে দং এর নেতৃত্বে 'লং মার্চ'  শুরু হয়। 

৬) ১৯৫১ খ্রিস্টাব্দে রাওয়ালপিণ্ডিতে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকৎ আলি খান কে হত্যা করা হয়। 

৭) ১৯৭৮ খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় জন পল ১৫২৪ খ্রিস্টাব্দের পর অ – ইতালিয়ান পোপ হিসাবে নিযুক্ত হন। 

৮) আজকের দিনে জন্মেছিলেন ইতালিয়ান ভূতত্ত্ববিদ জিওভানি আরডুইনো; জার্মান ধর্মতাত্ত্বিক জে জি আইখম্যান; আইরিশ ঐতিহাসিক জে বি বিউরি; ইতালিয়ান ভাষ্কর রেমব্রেন্ড বুগাট্টি; ইজরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ান নোবেল জয়ী জার্মান কবি ও ঔপন্যাসিক গুন্টার গ্রাস প্রমুখ। 

৯) আজকের দিনে প্রয়াত হন ফরাসি কবি এফ ডি মেলহার্বে; আমেরিকান নৃতত্ববিদ রবার্ট রেডফিল্ড; নোবেল জয়ী আমেরিকান রাজনীতিক ও ' মার্শাল পরিকল্পনার' জনক জর্জ মার্শাল; নরওয়ের লেখক জোহান বোরগেন; আমেরিকান অভিনেত্রী শিরলি বুথ প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে পাপাঙ্কুশ একাদশী; চিলিতে শিক্ষক দিবস; আন্তর্জাতিক খাদ্য দিবস; ডিপার্টমেন্ট স্টোর দিবস; আমেরিকাতে ন্যাশনাল ডিকশনারি দিবস ।

সংকলক : স্বপন ঘোষ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন