Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

‌HISTIRY : ইতিহাসে আজ : ২৩ অক্টোবর ২০২১

ইতিহাসে আজ


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯০৮ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার বন্দেমাতরম পত্রিকার প্রকাশ বন্ধ করার নির্দেশ দেয় ।

২) ১৯১০ খ্রিস্টাব্দে সংবাদপত্র আইন প্রয়োগ করে সরকার এলাহাবাদ থেকে প্রকাশিত ' স্বরাজ্য' পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয়। 

৩) ১৯২৩ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাশ দৈনিক 'ফরওয়ার্ড' পত্রিকা প্রকাশ করেন। 

৪) ১৯৬৮ খ্রিস্টাব্দে ভারতে নির্মিত প্রথম রণতরী আই এন এস নীলগিরি বোম্বাইতে সমুদ্র জলে ভাসানো হয়।

৫) আজকের দিনে জন্মেছিলেন প্রখ্যাত বীণাবাদক কে এস সুব্রহ্মনিয়ান; শিল্পপতি সুনীল মিত্তাল; তেলেগু ও হিন্দি সিনেমার অভিনেতা প্রভাস; হিন্দি সিনেমার অভিনেত্রী মালাইকা অরোরা; ভারতের একাদশতম রাষ্ট্রপতি ভৈর সিং শেখাওয়াত প্রমুখ। 

৬) আজকের দিনে প্রয়াত হন পরমবীরচক্র প্রাপ্ত ভারতীয় সেনাধ্যক্ষ যোগিন্দর সিং; প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায় ; ভারতীয় কবি ভাও কলচুরি প্রমুখ। 



আন্তর্জাতিক প্রেক্ষিত :

১)১৭০৭ খ্রিস্টাব্দে গ্রেটব্রিটেনের পার্লামেন্ট প্রথম আত্মপ্রকাশ করে। 

২)১৯৪০ খ্রিস্টাব্দে জার্মানির হিটলার ও স্পেনের ফ্রাঙ্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্পেনের সম্ভাবনা নিয়ে আলোচনায় বসেন ।

৩) ২০০১ খ্রিস্টাব্দে অ্যাপেল তার আইপড প্রথম বাজারে আনে। 

৪) আজকের, দিনে জন্মেছিলেন ফরাসি স্থপতি এ জে গ্যাব্রিয়েল; জার্মান গায়ক অ্যালবার্ট লর্টজিং 

ইংরেজ কবি রবার্ট ব্রিচ; আমেরিকান ঐতিহাসিক নেল্ট;  নোবেল জয়ী সুইস শিক্ষাবিদ ফেলিক্স ব্লক'।

৫) আজকের দিনে প্রয়াত হন আমেরিকান চিকিৎসক ডব্লিউ ডি কলিজ; নোবেল জয়ী রাশিয়ান চিকিৎসক লিয়া ফ্রাঙ্ক; স্কটিশ কবি ডগলাস ডান: আমেরিকান সাইকেল আরোহী ক্রিস হর্নার প্রমুখ। স্মরণীয় আজ  : ব্রাজিলের অ্যাভিয়েটরস দিবস 

লিবিয়াতে স্বাধীনতা দিবস আন্তর্জাতিক তিল (mole) দিবস হাঙ্গেরিতে জাতীয় দিবস প্যারিস শান্তিসম্মেলন দিবস অস্ট্রেলিয়ার কক্স প্লেট।

সংকলক : স্বপন ঘোষ। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন