সমকালীন প্রতিবেদন : কাজের সন্ধানে ভারতে আসা এক বাংলাদেশি (BANGLADESHI) নাবালিকা গণধর্ষণের শিকার হল। এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। উত্তর ২৪ পরগনার বাগদা থানার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের সরিয়তপুর পুটিয়াকান্দি গ্রামের ১৭ বছরের এক নাবালিকা কাজের সন্ধানে চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে আসে। এব্যাপারে সে বাগদার হরিহরপুরের বাসিন্দা শরিফুল মল্লিকের সঙ্গে যোগাযোগ করে। শরিফুলের সঙ্গেই দিন কয়েক আগে বাগদা সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে আসে। হরিহরপাড়াতেই সে শরিফুলের বাড়িতে আশ্রয় নেয়।
১৪ অক্টোবর, বৃহস্পতিবার হরিহরপুর গ্রামের বাসিন্দারা জানতে পারেন যে, শরিফুল এবং তার সঙ্গী মহসিন বিশ্বাস ওই নাবালিকাকে একাধিক দিন ভয় দেখিয়ে ওই নাবালিকাকে গণধর্ষণ (GANG RAPE) করে। এরপর গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় ওই নাবালিকা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।
ধৃত দুজনকে শনিবার বনগাঁ (BONGA) মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পুন:নির্মান করবে পুলিশ। পাশাপাশি, আক্রান্ত নাবালিকার ডাক্তারী পরীক্ষা করার জন্য বাগদা (BAGDA) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে ওই নাবালিকাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে বারাসতের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) হেফাজতে পাঠিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন