জাতীয় প্রেক্ষিত :
১) ১৯৩৪ খ্রিস্টাব্দে মেদিনীপুর সেন্ট্রাল জেলে বার্জ হত্যাকারী হিসাবে হিসাবে অভিযুক্ত নির্মলজীবন ঘোষকে ফাঁসি দেওয়া হয়।
২) ১৯৪৭ খ্রিস্টাব্দে কাশ্মীর নিয়ে মহারাজা হরি সিং ভারতের কাছে সাহায্যের আবেদন জানান।
৩) ১৯৬২ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জরুরী অবস্থা ঘোষণা করেন ও ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত অর্ডিন্যান্স জারি করেন।
৪) ২০০৬ খ্রিস্টাব্দে মহিলাদের ওপর স্বামী বা আত্মীয়–স্বজনদের দ্বারা অত্যাচার বন্ধ করার লক্ষ্যে ভারত সরকার নতুন আইন প্রবর্তন করে। এই আইন ২০০৫ এর একই বিষয়ক আইনকে আরও শক্তিশালী করে তোলে।
৫) আজকের দিনে জন্মেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও মধ্যপ্রদেশের রাজ্যপাল রামপ্রকাশ গুপ্ত; স্বাধীনতা সংগ্রামী ও সাংবাদিক গনেশ শঙ্কর বিদ্যার্থী; কবি পি জি মিশ্র; অভিনেত্রী অমলা পাল; হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী রবিনা ট্যান্ডন প্রমুখ।
৬) আজকের দিনে প্রয়াত হন হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীত বিশারদ পণ্ডিত দত্তাত্রেয় বিষ্ণু ; আধ্যাত্মিক গুরু একনাথ ঈশ্বরণ; বিপ্লববাদী লেখক মন্মথনাথ গুপ্ত প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৯৩৬ খ্রিস্টাব্দে প্রথমবার ইলেকট্রিক জেনারেটর কার্যকরভাবে ব্যবহার হয়।
২) ১৯৫৫ খ্রিস্টাব্দে ন' দিন দিয়েম নবসৃষ্ট ভিয়েতনাম প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হিসাবে নিজেকে ঘোষণা করেন।
৩) ১৯৫৬ খ্রিস্টাব্দে হাঙ্গেরিতে বৈপ্লবিক পরিস্থিতির উদ্ভব ঘটে।
৪) ১৯৭৯ খ্রিস্টাব্দে কোরিয়ান সি আই এ দেশের প্রেসিডেন্ট পার্ক চুয়াং–হি কে ফাঁসির সাজা দেয়।
৫) ২০০১ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র USA PATRIOT ACT কে আইনে পরিণত করে।
৬) আজকের দিনে জন্মেছিলেন স্কটিশ কবিসোরলি ম্যাকলিন; ফরাসি রাষ্ট্রপ্রধান ফ্রাঁসোয়া মিটারান্ড; ইংরেজ প্রাণীবিদ্যাবিশারদ রবার্ট হিনডে; ব্রাজিলিয়ান গায়ক মিল্টন নাছিমেন্টো; প্রাক্তন আমেরিকান ফার্স্টলেডি ও হোম সেক্রেটারি হিলারি ক্লিনটন প্রমুখ।
৭) আজকের দিনে প্রয়াত হন ইংরেজ চিত্রকর উইলিয়াম হোগার্ট; জাপানের প্রথম প্রধানমন্ত্রী ইটো হিরোবুমি; রাশিয়ান সাংবাদিক আরকাডি গাইডার; নোবেল জয়ী চেক বায়োকেমিস্ট গার্টি কোরি; নোবেল জয়ী আমেরিকান রসায়নবিদ চার্লস জে পেডারসেন প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে শ্রীপঞ্চমী, অস্ট্রিয়াতে জাতীয় পুষ্টি দিবস, উভলিঙ্গতা সচেতন দিবস, কানাডা, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় কুমড়ো (Palmkin) দিবস।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন