এইমসে ভর্তি
দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অসুস্থতা না কি রুটিন চেক আপ, তা নিয়ে দুরকম মতামত উঠে এসেছে। এর আগে এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়ে এইমসে ভর্তি হতে হয়েছিল তাঁকে। এরপর মঙ্গলবার জ্বর, শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে বুধবার ফের এইমসে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, এটি পোষ্ট কোভিড সমস্যা। পাশাপাশি কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পরেছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রুটিন চেক আপের জন্য তাঁকে এইমসে ভর্তি করা হয়েছে।
ভ্যাকসিনেশনের লক্ষ্যে
এবছরের নভেম্বর মাসের মধ্যে দেশের ১০০ কোটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে চায় কেন্দ্র সরকার। পাশাপাশি আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশের সমস্ত প্রাপ্ত বয়স্ক মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন করতে চায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এইলক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে করোনার সংক্রমনকে প্রতিহত করা অনেকটাই সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। এব্যাপারে তারা রাজ্য সরকারগুলির সঙ্গে কথাও বলেছে। অক্টোবর মাসের মধ্যে ২২ কোটি কোভিশিল্ড, ৬ কোটি কোভ্যাকসিন এবং ৬০ লক্ষ জাইকোভিড কেন্দ্র সরকারের হাতে আসতে চলেছে। এর পাশাপাশি এই মুহূর্তে রাজ্যগুলির কাছে রয়েছে প্রায় ৮ কোটি ভ্যাকসিন। ফলে লক্ষ্যে পৌঁছাতে সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন