Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ১০ সেপ্টেম্বর ২০২১

 ‌

Today-n-history

ইতিহাসে আজ  

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯০৫ খ্রিস্টাব্দে 'বন্দেমাতরম' পত্রিকায় প্রবন্ধ লেখার অপরাধে বিপিন চন্দ্র পালের ছয় মাস কারাদণ্ড হয়। 

২) ১৯১৫ খ্রিস্টাব্দে বালেশ্বর হাসপাতালে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের মৃত্যু হয়।

৩) ১৯৫৯ খ্রিস্টাব্দে চিন ও ভারতের মধ্যে তিব্বত সীমান্তে ম্যাকমোহন লাইনের কথা উল্লেখ করে ভারত সরকারের পক্ষ থেকে কড়া ভাবে চিন সরকারকে চিঠি দেওয়া হয়। 

৪) ১৯৬৬ খ্রিস্টাব্দে পাঞ্জাবকে দ্বিখন্ডিত করে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য গঠনের কথা লোকসভা ঘোষণা করে।

৫) ১৯৭৬ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ কে লাহোরে হাইজ্যাক করা হয়। 

৬) ১৯৮১ খ্রিস্টাব্দে ভৈরবদত্ত পাণ্ডে পশ্চিমবঙ্গের নবম রাজ্যপাল নিযুক্ত হন।

৭) আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় রাজনীতিক কে থিমাপ্পা; মালায়ালম লেখক এম মুকুন্দন; চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ; স্বাধীনতা সংগ্রামী জি বি পন্থ; ভারতীয় ক্রিকেটার রণজিৎ সিংজি প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন; বাঙালি লেখক ও ননসেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুকুমার রায়; পরমবীরচক্র বিজেতা ভারতীয় সামরিক আধিকারিক আব্দুল হামিদ প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত :

১) ১৮৪৬ খ্রিস্টাব্দে এলিস হয়ে সেলাই মেশিনের প্রথম পেটেন্ট লাভ করেন। 

২) ১৯১৮ খ্রিস্টাব্দে রাশিয়ার গৃহযুদ্ধ হয়। রেড আর্মি কামান দখল করে।

৩) ১৯৩৭ খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরে জলদস্যুদের উৎপাত বন্ধ করতে নয় দেশের নিয়ন কনফারেন্স আয়োজিত হয়। 

৪) ২০০২ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ড জাতিপুঞ্জের সদস্য হয়।

৫) আজকের দিনে জন্মেছিলেন ডেনিস লেখক জেপ আকজার; জার্মান বায়োনিস্ট কার্ল কোরেন্স; আমেরিকান কবি ডগলাস জনসন, বোহেমিয়ান লেখক ফ্রাঞ্জ ওয়ারফেল, ফরাসি দার্শনিক জর্জ বাঙালি প্রমুখ। 

৬) আজকের দিনে প্রয়াত হন ফরাসি গণিতবিদ এমিলি ডু ক্যাটেলেট; রাশিয়ান লেখক সের্গেই ট্রিটিয়াকভ; নোবেল বিজয়ী ইংরেজ চিকিৎসক জর্জ প্যাগেট থমসন; নোবেল বিজয়ী সুইস‌–আমেরিকান চিকিৎসক ফেলিক্স ব্লক প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে গনেশ চতুর্থী, চিনে শিক্ষক দিবস, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,জিব্রাল্টার জাতীয় দিবস। 

সংকলক : স্বপন ঘোষ। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন