ইতিহাসে আজ
জাতীয় প্রেক্ষিত :
১) ১৫০০ খ্রিস্টাব্দে পর্তুগীজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রাল কালিকট বন্দরে পৌছান এবং ভারতে প্রথম ইউরোপীয় কোম্পানির ফ্যাক্টরি খোলেন।
২) ১৯১৫ খ্রিস্টাব্দে প্রথম লাহোর ষড়যন্ত্র মামলার রায় প্রকাশিত হয়। রাসবিহারী বসুর অবর্তমানে তাঁর বিচার হয়। ২৪ জনের ফাঁসি ও ২৬ জনের দীপান্তরের আদেশ হয়।
৩) ১৯২৯ খ্রিস্টাব্দে লাহোর জেলে ৬৩ দিন অনশন করার পর দুপুর ১টা ৩০মিনিটে বিপ্লবী যতীন দাসের মৃত্যু হয়।
৪) ১৯৯২ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার জাতীয় মানবাধিকার কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।
৫) ১৯৯৩ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য জাপানের ইদিকাকে প্রথম প্রিয়দর্শিনী বিশ্ব শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
৬) ১৯৯৬ খ্রিস্টাব্দে লোকসভায় লোকপাল বিল উত্থাপিত হয়।
৭) আজকের দিনে জন্মেছিলেন প্রখ্যাত বাঙালি লেখক সৈয়দ মজুতবা আলি; ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী প্রভা আত্রে; ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সহধর্মিনী গুরশরণ কাউর; চলচ্চিত্র ও দূরদর্শনের অভিনেত্রী ঊষা নাদকার্ণী; অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কীরণ কুমার রেড্ডি; হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী মহিমা চৌধুরী; বাংলা সংগীতের শিল্পী ইমন চক্রবর্তী প্রমুখ।
৮) আজকের দিনে প্রয়াত হন স্বাধীনতা সংগ্রামী সীতারাম কুশায়া আমিন; ভারতীয় কবি ও চিত্রনাট্যকার আত্রেয়; চলচ্চিত্র অভিনেতা কেশবরাও দত্ত; ফটোগ্রাফার গৌতম রাজাধ্যক্ষ প্রমুখ।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৫০১ খ্রিস্টাব্দে প্রখ্যাত ইতালীয় ভাষ্কর মাইকেল অ্যাঞ্জেলো তাঁর ইতিহাস প্রসিদ্ধ ভাস্কর্য ডেভিডের মার্বেল মূর্ত্তি নির্মাণের কাজ শুরু করেন।
২) ১৫৪১ খ্রিস্টাব্দে ক্যালভিনবাদের প্রবক্তা জন ক্যালভিন জেনেভা থেকে তাঁর প্রোটেস্ট্যান্ট আদর্শের প্রচার শুরু করেন।
৩) ১৬০৯ খ্রিস্টাব্দে নাবিক হেনরি হাডসন আমেরিকার মধ্যাঞ্চলের একটি নদী তীরবর্তী অঞ্চলে পৌছান। তাঁর নামানুসারে পরে ওই নদীর নাম হয় হাডসন নদী।
৪) ১৭৪৩ খ্রিস্টাব্দে গ্রেট ব্রিটেন, অস্ট্রিয়া ও সার্ডিনিয়া ওরাহ-এর চুক্তি স্বাক্ষর করে।
৫) ১৭৯১ খ্রিস্টাব্দে সম্রাট ষোড়শ লুই ফ্রান্সের নতুন সংবিধান গ্রহণ করেন।
৬) ১৮৯৯ খ্রিস্টাব্দে আমেরিকায় প্রথম মোটরগাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় হ্যানিব্যাল গুডউইনের।
৭) ১৯৬৮ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ওয়ারশ চুক্তিব্যবস্থা ভেঙে বেরিয়ে যায় আলবেনিয়া।
৮) আজকের দিনে জন্মেছিলেন গ্রীক পরিচালক ক্যারোলস কৌন; ব্রিটিশ ঔপন্যাসিক রোনাল্ড ডাল; ফরাসি সাংবাদিক এডোয়ার্ড বারবেট; আমেরিকান চিত্রকর রবার্ট ইন্ডিয়ানা কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার অ্যারিস প্রমুখ।
৯) আজকের দিনে প্রয়াত হন ইতালীয় লেখক ইতালো সেভো; ইংরেজ কার্টুনিস্ট ডব্লিউ হেথ রবিনসন; নোবেল বিজয়ী ডেনিস মনোবিদ আগস্ট ক্রো; মেক্সিকান রসায়নবিদ লুইস ই মিরামন্টেস প্রমুখ।
স্মরণীয় আজ : ভারতে মহালক্ষ্মী ব্রত, ললিতা সপ্তমী, জ্যেষ্ঠ গৌরী পূজা, দূর্বা অষ্টমী, মাউরিটিয়াসে ইঞ্জিনিয়ার দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ প্রোগ্রামার।
সংকলক : স্বপন ঘোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন