দেবাশীষ গোস্বামী : আজ ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল ঘোষনা করলো হিরো ইন্ডিয়ান সুপার লিগের এবছরের সূচি। আগামী ২২ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ও ফুটবল ডেভেলপমেন্ট লিমিটেড– যৌথভাবে এই হিরো ইন্ডিয়া সুপার লিগ আয়োজন করে। এতে ভারতের সেরা ১১ টি দল অংশগ্রহণ করে। ২০২০–২১ বছরে এই প্রতিযোগিতায় এটিকে মোহনবাগানকে হারিয়ে মুম্বাই এফসি এই প্রতিযোগিতায় জয়ী হয়েছিল। গত বছরের মতো এ বছরও গোয়ার তিনটি স্টেডিয়ামে এই খেলাগুলি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধে ৭.৩০ মিনিট থেকে খেলাগুলি শুরু হবে। শনিবারে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটি ৭.৩০ মিনিটে এবং দ্বিতীয়টি ৯.৩০ মিনিটে।
২২ নভেম্বর প্রথম খেলায় অংশগ্রহণ করবে কলকাতা এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। কলকাতার আর এক প্রধান দল এসসি ইস্টবেঙ্গল আগামী ২২ নভেম্বর প্রথম খেলায় জামশেদপুর এফসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। কলকাতার দুই প্রধান দল এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল আগামী ২৭ নভেম্বর মুখোমুখি হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন