Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ৩০ সেপ্টেম্বর ২০২১

 ‌

Today-in-history

ইতিহাসে আজ                


জাতীয় প্রেক্ষিত :

১) ১৭৬৫ খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করার পরে মুর্শিদাবাদের নবাব নজম–উদ–দ্দৌল্লার সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। 

২) ১৮৫০ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় অক্ষয় কুমার দত্ত 'পল্লীগ্রামস্থ প্রজাদিগের দুরবস্থা বর্ণণ' নামক দীর্ঘ প্রবন্ধে নীলচাষের কুফল সম্পর্কে, নীলকরদের অত্যাচার ও কৃষকদের গভীর যন্ত্রণার বিশদ বিবরণ লিপিবদ্ধ করেন। 

৩) ১৯২১ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাশ সাপ্তাহিক কাগজ 'বাংলার কথা' প্রকাশ করেন। প্রথম সংখ্যায় চারটি প্রবন্ধের মধ্যে চিত্তরঞ্জনের তিনটি প্রবন্ধ ছিল– 'স্বরাজ সাধনা', 'স্বরাজ সংগ্রাম' ও 'বস্ত্রযজ্ঞ'।

৪) ১৯৮৯ খ্রিস্টাব্দে ভারতীয় স্থাপত্যে প্রথম তৈরি সাবমেরিন 'শক্তি'কে মুম্বইয়ের মাজাগাঁও ডক থেকে ভাসানো হয়।

৫) ১৯৯৩ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের লাতুরে ভয়াবহ ভূমিকম্পে ২০, ০০০ মানুষের মৃত্যু হয়। 

৬) ১৯৯৭ খ্রিস্টাব্দে জম্মু ও কাশ্মীরের কারগিল শহরে পাকিস্তানের আক্রমণে ১৬ জন নাগরিক নিহত ও ৫০ জন আহত হন। 

৭) আজকের দিনে জন্মেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাত শিষ্য স্বামী অখণ্ডানন্দ; বিচারপতি এম সি চাগলা; প্রখ্যাত চিত্র পরিচালক হৃষিকেশ মুখার্জ্জী; গুজরাতি কবি চিনু মোদী; দলিতদের অধিকার রক্ষা বিষয়ক লেখক রাজা ঢালে; জনপ্রিয় সংগীতশিল্পী শান; বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন শিক্ষাবিদ প্যারীচরণ সরকার; ভারতীয় অভিনেতা শঙ্কর নাগওয়াস; প্রাক্তন ভারতীয় রাজনীতিক ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মাধবরাও সিন্ধিয়া; বাংলা নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ শিবনাথ শাস্ত্রী; ব্রিটিশ ভারতের সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত  :

১) ১৭৯১ খ্রিস্টাব্দে জাতীয় সংবিধান সভা ভেঙে দিয়ে জাতীয় আইনসভা গঠন করা হয়।

২) ১৯৩৮ খ্রিস্টাব্দে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইটালির মধ্যে মিউনিখ চুক্তি সম্পাদিত হয়।

৩) ১৯৪৩ খ্রিস্টাব্দে The United States Merchant Marine Academy রাষ্ট্রপতি রুজভেল্টের নামে উৎসর্গ করা হয়। 

৪) ১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করে। 

৫) ১৯০৫ খ্রিস্টাব্দে ডেনমার্কের একটি সংবাদপত্রে মহম্মদের একটি বিতর্কিত চিত্র প্রকাশিত হয়। এই ঘটনা আন্তর্জাতিকস্তরে সোরগোল ফেলে দেয়। 

৬) আজকের দিনে জন্মেছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাকস নেকার; স্কটিশ চিকিৎসক জন রো; নোবেল জয়ী ফরাসি চিকিৎসক জেন বি পেরিন; ফরাসি ঐতিহাসিক রেনে রেমন্ড; নোবেল জয়ী রোমানিয়ান লেখক এলি উইসেল; নোবেল জয়ী জার্মান বায়োকেমিস্ট জোহান ডেইজেনহোপার প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন জার্মান সমাজতাত্ত্বিক ফ্রাঞ্জ ওপেনহেইমার; হাঙ্গেরিয়ান অর্থনীতিবিদ নিকোলাস ক্যালডর; নোবেল জয়ী ঔপন্যাসিক প্যাট্রিক হোয়াইট; নোবেল জয়ী আমেরিকান জীববিজ্ঞানী রালফ এম স্টেইনম্যান প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে নবমী শ্রদ্ধা, বাংলাদেশে জাতীয় কন্যা শিশু দিবস, বতসোয়ানার স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক অনুবাদ দিবস, কানাডায় কমলা জামা দিবস। 

সংকলক : স্বপন ঘোষ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন