Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

‌দিনের টুকিটাকি : ‌২ সেপ্টেম্বর, ২০২১

অক্সিজেন সিলিন্ডার

রোটারী ক্লাব বারাসত মেট্রোপলিটন এর উদ্যোগে বনগাঁ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ৫ টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হল। বৃহস্পতিবার সংস্থার পক্ষে প্রেসিডেন্ট মৈনাক চৌধুরী, সেক্রেটারি কৃষ্ণা মজুমদার, ডিস্ট্রিক্ট অফিসিয়াল সুব্রত মুখার্জী এবং অন্যান্য সদস্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সংগঠনের এমন উদ্যোগে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার ডা: ‌শঙ্করপ্রসাদ মাহাতো জানান, রোটারী ক্লাবের দেওয়া এই অক্সিজেন সিলিন্ডারগুলি রোগাদের বিশেষ উপকারে আসবে। এর আগে গত জুন মাসে এই সংস্থার উদ্যোগেই বনগাঁ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ৫ টি অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র তুলে দেওয়া হয়েছিল।


আদালতে আত্মসমর্পণ 

বুধবার সকালে বাঁকুড়া জেলা আদালতে আত্মসমর্পণ করলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। ১৯ আগষ্ট বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় বিধায়ক চন্দনা বাউরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পা কুন্ডু। অভিযোগে তিনি জানান, চন্দনা বাউরী কৃষ্ণ কুন্ডুর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে গোপনে বিয়ে করেছেন। এছাড়াও বিধায়ক চন্দনা বাউরী ও নিজের স্বামীর বিরুদ্ধে হুমকি সহ একাধিক অভিযোগ আনেন রূম্পা কুন্ডু। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিধায়ক চন্দনা বাউরী ও কৃষ্ণ কুন্ডুর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৯৮ এ ধারায় বধূ নির্যাতন, ৪৯৪ ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্ক, ৪০৬ নম্বর ধারায় বিশ্বাসভঙ্গ ও ৫০৬ নম্বর ধারায় হুমকি দেওয়ার মামলা রুজু করে। সেই মামলার ভিত্তিতেই এদিন বাঁকুড়া জেলা আদালতে চন্দনা বাউরী আত্মসমর্পণ করেন। এব্যাপারে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক কারণে চক্রান্ত করে চন্দনা বাউরীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন