Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

ইতিহাসে আজ : ১৮ সেপ্টেম্বর ২০২১

 ‌

Today-in-history

ইতিহাসে আজ 

                      

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯২১ খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাশ ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন। 

২) ১৯৩৯ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় মুসলিম লিগ প্রস্তাব দেয় যে তারা শর্তাধীন যুদ্ধ প্রচেষ্টায় অংশগ্রহণ করতে রাজি আছে। শর্তটি হচ্ছে মুসলিম লিগের অনুমোদন ব্যতিরেকে সংবিধানের ব্যাপারে ব্রিটিশ সরকার যেন কোনও প্রতিশ্রুতি না দেয়। 

৩) ১৯৪২ খ্রিস্টাব্দে মেদিনীপুরে জনতার ওপর ব্রিটিশ পুলিশ গুলিবর্ষণ করে। তিনজন নিহত এবং বহুলোক আহত হয়। 

৪) ১৯৪৪ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র রেঙ্গুন থেকে উত্তর বার্মার রণাঙ্গনগুলির দিকে রওনা হন। সামরিক বিদ্রোহের অভিযোগে দিল্লি সেন্ট্রাল জেলে চিতার সিং কে ফাঁসি দেওয়া হয়। 

৫) ১৯৪৮ খ্রিস্টাব্দে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী সামরিক অধিকর্তা হিসাবে হায়দরাবাদ অধিগ্রহণ করেন। 

৬) ১৯৬৫ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খানকে তাসখন্দে মিলিত হয়ে বিরোধের অবসান ঘটানোর আহ্বান জানান। ৭) ২০১৬ খ্রিস্টাব্দে জম্মু ও কাশ্মীরের উঠিতে সন্ত্রাসবাদী গোষ্ঠী জঈস ই মহম্মদের আক্রমণে ভারতীয় সেনাবাহিনীর ১৯ জন জওয়ান শহীদ হন। চার সন্ত্রাসবাদীকেও তারা নিহত করেন। 

৮) ২০১৯ খ্রিস্টাব্দে ভারত সরকার ই–সিগারেট ব্যান করার প্রস্তাব গ্রহণ করে।

৯) আজকের দিনে জন্মেছিলেন শহীদ মদনলাল ধিংড়া; ভারতীয় রাজনীতিক এ সি শেঠী; প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি; লোকসভার বর্তমান  সেক্রেটারি জেনারেল স্নেহলতা শ্রীবাস্তব; কৌতুক শিল্পী সঞ্জয় রাজৌরা; ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অশ্বিনী পোনাপ্পা প্রমুখ। 

১০) আজকের দিনে প্রয়াত হন ভারতীয় থিয়োসফিস্ট ভগবান দাস; ভারতের পঞ্চম মুখ্য বিচারপতি সুধীরঞ্জন দাস; ভারতের একাদশতম মুখ্য বিচারপতি ও ষষ্ঠ উপরাষ্ট্রপতি মহম্মদ হেদায়েতুল্লা প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৮০৯ খ্রিস্টাব্দে লন্ডনের দি রয়েল অপেরা হাউস সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। 

২) ১৮৫০ খ্রিস্টাব্দে মার্কিন কংগ্রেস 'ফুগিটিভ স্লেভ অ্যাক্ট' পাশ করে। 

৩) ১৯৩৪ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন লিগ অফ নেশনস এর সদস্য হয়। 

৪) ১৯৫৪ খ্রিস্টাব্দে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি জেনারেল কে পাসিকিভি সোভিয়েত ইউনিয়নের বাইরে প্রথম ব্যক্তি হিসাবে সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অফ লেনিন' পান।

৫) ২০১৪ খ্রিস্টাব্দে ৫৫ শতাংশ স্কটল্যান্ডের মানুষ ইউনাইটেড কিংডম থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে মত দেয়। 

৬) আজকের দিনে জন্মেছিলেন ইংরেজ লেক্সিকোগ্রাফার স্যামুয়েল জনসন; আমেরিকান নৃতত্ববিদ কার্ল উইসলার; কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ডিফেনবেকার; ইংরেজ ফুটবল খেলোয়াড় ফিল টেইলর; বেলজিয়ান গণিতবিদ জ্যান ক্যামিয়েল উইলিয়েম প্রমুখ। 

৭) আজকের দিনে প্রয়াত হন ইংরেজ দার্শনিক উইলিয়াম হ্যাজলিট; রোমানিয়ান প্রত্নতাত্ত্বিক গ্রিগর টোকিলেস্কু; কানাডিয়ান কৃষিবিদ অ্যাডেলার্ড গডবুট পাকিস্তানি ধ্রুপদী সংগীত শিল্পী আমানত আলি খান প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে শনি ত্রয়োদশী, ভূবনেশ্বরী জয়ন্তী, আজারবাইজানে জাতীয় সংগীত দিবস, আইসল্যান্ডে ভাষা দিবস, চিলিতে জাতীয় দিবস, মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় এইডস সচেতন দিবস, ক্রোয়েশিয়াতে জাতীয় নেভি দিবস, আজ বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস, বিশ্ব বাঁশ সংরক্ষণ দিবস, আন্তর্জাতিক রেড পন্ডা দিবস। 

সংকলক : স্বপন ঘোষ 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন