Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

দিনের টুকিটাকি : ‌২৩ সেপ্টেম্বর, ২০২১

প্রাক্তনীদের উদ্যোগ

স্কুলকে সহযোগিতা করতে এগিয়ে এলেন প্রাক্তনীরা। স্কুলের শিক্ষিকাদের সম্মান জানানো হয়। পুরুলিয়া শান্তময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। প্রাক্তনীরা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন বই রাখার আলমারি, প্রচুর বই, শিল্পী রাহুল দাসের তৈরি বিদ্যাসাগরের মূর্তি। প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের প্রফুল্ল রায়ের লেখা একটি বই ডাক যোগে পাঠানো হয়েছে। প্রাক্তনীদের পক্ষে বিশাখা মুখার্জি জানিয়েছেন, শর্মিলা মজুমদার, চিত্রালি মুখার্জি, অতসী হাজরা, গোপা কুন্ডু, রুপা কুন্ডুরা এই উদ্যোগে বিশেষভাবে সহযোগিতা করেছেন। স্কুলের গ্রন্থাগারে থাকবে ড.প্রবীর সরকার, পুরুলিয়ার প্রাক্তন জেলা শাসক দেবপ্রসাদ জানা, রত্না রায়চৌধুরী, জ্যোৎস্না চট্টোপাধ্যায়ের লেখা বই। প্রাক্তনীদের এই উদ্যোগে খুশি স্কুল কর্তৃপক্ষ।


বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় বছর ৫৫ বয়সের সুজিত সাহা নামে এক বৃদ্ধ নিজের বাড়ির স্ট্যান্ড ফ্যান চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয় বাসিন্দারা জানান, সুজিত সাহা পেশায় তরকারি বিক্রেতা। এদিন তাঁর মেয়ে ও নাতিকে নিয়ে বাড়িতেই ছিলেন। নাতিকে স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাওয়াবেন বলে তারটি সুইচ বোর্ডে লাগাতে গিয়েই ঘটে বিপত্তি। সুজিত বাবুর মেয়ে চিৎকার করে ওঠার পর তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রাই তাঁকে হাবরা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নগরথুবা শিমুলতলা এলাকায়।‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন