Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৪ আগস্ট, ২০২১

আজকের দিনটি : ৪ঠা আগস্ট ২০২১

 

Today-is-the-day

আজকের দিনটি 


জাতীয় প্রেক্ষিত : 

১) ১৯২৯ খ্রিস্টাব্দে প্রখ্যাত ভারতীয় সংগীত শিল্পী কিশোর কুমার জন্মগ্রহণ করেন। 

২) ১৯৩১ খ্রিস্টাব্দে পুলিশ অফিসার তারিণী মুখার্জ্জীকে হত্যার কারণে আলিপুর সেন্ট্রাল জেলে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হয়। 

৩) ১৯৪৪ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু রেঙ্গুনের বেরারে যুদ্ধের পরিস্থিতি জানিয়ে মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে আবেদন জানান। 

৪) ১৯৫৬ খ্রিস্টাব্দে ভারতের প্রথম আনবিক গবেষণা রি–অ্যাক্টর 'অপ্সরা' স্থাপন করা হয়। 

৫) ১৯৬৭ খ্রিস্টাব্দে পৃথিবীর দীর্ঘতম ম্যাসানেরি বাঁধ নাগার্জুন সাগর বাঁধের উদ্বোধন করা হয়। 

৬) ১৯৯৭ খ্রিস্টাব্দে ভারতীয় হিসাবে জীবনের প্রথম টেস্টের প্রথম বলে উইকেট পাওয়ার কৃতিত্বের একমাত্র অধিকারী হলেন নীলেশ কুলকার্নি। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা ফ্রান্স থেকে সামন্ততন্ত্রের অবলুপ্তি ঘোষণা করে।

২) ১৭৯২ খ্রিস্টাব্দে স্বনামধন্য ইংরেজ কবি ও নাট্যকার পি. বি. শেলি জন্মগ্রহণ করেন।

৩) ১৮২১ খ্রিস্টাব্দে The Saturday Evening Post প্রথমবার সাপ্তাহিক সংবাদপত্র হিসাবে প্রকাশিত হয়। 

৪) ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সাম্রাজ্য বেলজিয়ামকে সঙ্গে নিয়ে একযোগে জার্মানিকে আক্রমণ করে। 

৫) ১৯৪৭ খ্রিস্টাব্দে জাপানের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। 

৬) ১৯৬১ খ্রিস্টাব্দে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জন্মগ্রহণ করেন মার্কিন অধিকৃত হাওয়াই দ্বীপপুঞ্জের হনোলুলুতে।

** প্রতি বছর এই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্র 'সীমান্ত সুরক্ষা দিবস' হিসাবে উদযাপন করে। 


সংকলক : স্বপন ঘোষ

                                               ------------------------



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন