Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১ আগস্ট, ২০২১

আজকের দিনটি : ১লা আগস্ট ২০২১

Today-is-the-day

আজকের দিনটি : ১লা আগস্ট ২০২১


জাতীয় প্রেক্ষিত  : 

১) ১৮৪৬ খ্রিস্টাব্দে প্রখ্যাত বাঙালি ব্যবসায়ী, বাংলার নবজাগরণের পুরধাপুরুষ, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লন্ডনে প্রয়াত হন। 

২) ১৮৮২ খ্রিস্টাব্দে প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা ও সাংবাদিক পুরুষোত্তমদাস ট্যান্ডন এলাহাবাদে জন্মগ্রহণ করেন। 

৩) ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর পত্নী শ্রীমতি কমলা নেহেরু জন্মগ্রহণ করেন। 

৪) ১৯১৬ খ্রিস্টাব্দে শ্রীমতি অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তিলক ব্রিটিশ বিরোধী হোমরুল আন্দোলন শুরু করেন।

৫) ১৯২০ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে সারা ভারতব্যাপী অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়। 

চরমপন্থী স্বাধীনতা সংগ্রামী বালগঙ্গাধর তিলক প্রয়াত হন। 

৬) ১৯৫৩ খ্রিস্টাব্দে ভারতের সমস্ত বেসরকারি বিমান পরিবহন সংস্থাকে জাতীয়করণ করে গঠন করা হয় All Airlines India International 


আন্তর্জাতিক প্রেক্ষিত  : 

১) ১৭৭৪ খ্রিস্টাব্দে বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন। 

২) ১৮৩৪ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য থেকে দাস প্রথার অবসান ঘটানো হয়। 

৩) ১৯৩৬ খ্রিস্টাব্দে অ্যাডলফ হিটলারের সভাপতিত্বে বার্লিন অলিম্পিকের শুভ সূচনা হয়। 

৪) ১৯৮১ খ্রিস্টাব্দে MTV আমেরিকায় তাদের সম্প্রচার শুরু করে এবং প্রথম ভিডিও প্রকাশ করে : 'Video killed the Radio Star.'‌

* আজকের দিনটি বার্বাডোজ, বরমুডা, গায়ানা, জামাইকা, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স এবং ট্রিনিদাদ ও টোবাগো'র স্বাধীনতা দিবস। 

*সুইজারল্যান্ডের জাতীয় দিবস।

* বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস।


সংকলক :‌ স্বপন ঘোষ

1 টি মন্তব্য: