Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

ইতিহাসে আজ : ২৭ আগস্ট, ২০২১

Today-in-history

ইতিহাসে আজ 

জাতীয় প্রেক্ষিত  : 

১) ১৭৮১ খ্রিস্টাব্দে হায়দার আলি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে পাল্লিলোর এর যুদ্ধে নামেন। 

২) ১৮৭০ খ্রিস্টাব্দে কলকাতা বরানগরের শশীপদ বন্দোপাধ্যায় বাংলার প্রথম শ্রমিক সংগঠন 'শ্রমজীবী সংঘ' প্রতিষ্ঠা করেন। 

৩) ১৯০৭ খ্রিস্টাব্দে পুলিশ সাব–ইন্সপেক্টর ই বি হুইকে ঘুঁসি মারার অপরাধে আদালতে ছাত্র সুশীল সেনকে পনেরো ঘা বেত মারা হয়। এই নির্দেশ দিয়েছিলেন কুখ্যাত বিচারপতি কিংসফোর্ড– যাঁকে তাঁর এই কুকর্মের শাস্তি দিতে গিয়েই ফাঁসি হয়েছিল ক্ষুদিরামের। 

৪) ১৯২৮ খ্রিস্টাব্দে কংগ্রেস সাইমন কমিশন বয়কট করে বিকল্প সংবিধান তৈরির লক্ষ্যে গঠন করেছিল 'নেহেরু কমিটি'। এই কমিটি আজকের দিনে পেশ করেছিল 'নেহেরু রিপোর্ট'। ঔপনিবেশিক স্বায়ত্বশাসনের দাবির ভিত্তিতে এই রিপোর্ট রচিত হয়। 

৫) ১৯৩৪ খ্রিস্টাব্দে বহরমপুর বন্দি ক্যাম্পে ব্রজেন্দ্রলাল চৌধুরী নামে এক বিপ্লবী আত্মহত্যা করেন। 

৬) ১৯৪৬ খ্রিস্টাব্দে লীগ নেতা নাজিমুদ্দিন শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়ার কথা বললে গান্ধিজি ও জওহরলাল নেহেরু তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 

৭) ১৯৫৩ খ্রিস্টাব্দে লোকসভায় সর্বসম্মতিক্রমে অন্ধ্র বিল গৃহীত হয়। এই বিল পাশ হলেই নতুন অন্ধ্র রাজ্য গঠিত হয়। 

৮) ১৯৭৬ খ্রিস্টাব্দে ভারতীয় আর্মির প্রথম মহিলা জেনারেল গার্ট্রুড আলি রাম মিলিটারি নার্সিং সার্ভিসের প্রথম ডিরেক্টর হন। 

৯) ১৯৯৯ খ্রিস্টাব্দে সোনালি ব্যানার্জী ভারতের প্রথম মহিলা মেরিন ইঞ্জিনিয়ার হন।

১০) ১৯৯৩ খ্রিস্টাব্দে তাজমহল ও গঙ্গায় দূষণ ছড়ানোর অভিযোগে সুপ্রিম কোর্ট ২১২ টি শিল্প কারখানাকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। 

১১) ২০০৩ খ্রিস্টাব্দের আজকের দিনে মঙ্গল গ্রহ বিগত ৬০,০০০ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসেছিল। 

১২) আজকের দিনে জন্মেছিলেন ওড়িয়া চিত্র পরিচালক সব্যসাচী মহাপাত্র, সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামানা, চিত্রাভিনেত্রী ও লোকসভার সাংসদ সুমলতা, বিখ্যাত ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ও অধ্যাপক সৌমিত্র দত্ত, কুস্তিগীর খালি, অভিনেত্রী নেহা ধূপিয়া, গায়িকা শিবানী দণ্ডকর, প্রখ্যাত ব্যবসায়ী দোরাবজী টাটা, কর্নাটকী শাস্ত্রীয় সংগীত বিশেষজ্ঞ টি এন রাজারত্নম পিল্লাই প্রমুখ। 

১৩) আজকের দিনে প্রয়াত হন বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার মুকেশ, বাঙালি সাধিকা আনন্দময়ী মা, চিত্র পরিচালক বাসু ভট্টাচার্য, সর্বজনশ্রদ্ধেয় চিত্র পরিচালক হৃষিকেশ মুখার্জ্জী, বিজ্ঞানী চিত্তরঞ্জন মিত্র প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১‌) ১৮১০ খ্রিস্টাব্দে ফরাসি নৌবাহিনী ব্রিটিশ নৌবাহিনীকে পরাস্ত করে। 

২) ১৮১৩ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট প্রথম নেপোলিয়ন অস্ট্রিয়া, রাশিয়া ও প্রাশিয়ার মিলিত বাহিনীকে পরাস্ত করে।

৩) ১৮২৮ খ্রিস্টাব্দে ব্রাজিল ও আর্জেন্টিনা মনটিভিডিওর চুক্তি অনুসারে উরুগুয়ের স্বধীনতা স্বীকার করে নেয়।           

৪) ১৮৮৩ খ্রিস্টাব্দে জলবায়ু পরিবর্তনের কারণে চারটি প্রবল শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে ক্রাকাতুয়া দ্বীপকে ধ্বংস করা হয়। 

৫) ১৯৫৫ খ্রিস্টাব্দে ব্রিটেন প্রথম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড প্রকাশ করে। 

৬) ১৯৫৫ খ্রিস্টাব্দে নাইজিরিয়ার মিলিটারি শাসনের অবসান ঘটায় সেখানকার সাধারণ মানুষ।

৭) ১৯৯১ খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়ন বাল্টিক রাষ্ট্রসমূহ এস্টোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার স্বাধীনতা স্বীকার করে নেয়। 

৮) আজকের দিনে জন্মেছিলেন আমেরিকান প্রত্নতাত্ত্বিক জে এইচ ব্রিস্টেড, মেক্সিকোর সাংবাদিক আমোদো নারভো, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান কেমিস্ট কার্ল বস্, ফ্রান্সের ষোড়শ রাষ্ট্রপতি ভিনসেন্ট অরিওল, নরওয়ের কম্পিউটার সায়ন্টিস্ট ক্রিস্টেন নাইগার্ড প্রমুখ। 

৯) আজকের দিনে প্রয়াত হন ইতালিয়ান লেখক সিজার প্যাভিজ, আমেরিকান অভীনেত্রী গ্রেসি অ্যালেন, জার্মান ফুটবল খেলোয়াড় ফ্রাঙ্ক জেসকি প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে নাগ পঞ্চমী, রাশিয়াতে ফিল্ম ও মুভি দিবস, মলডোভার স্বাধীনতা দিবস, আমেরিকাতে জাতীয় কলাপ্রেমী দিবস, আমেরিকাতে জাতীয় 'পটস ডি ক্রিম' দিবস। 

সংকলক : স্বপন ঘোষ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন