Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ইতিহাসে আজ : ৩১ আগস্ট  ২০২১

  

ইতিহাসে আজ

জাতীয় প্রেক্ষিত : 

১) ১৮৫৮ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা তথা ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করে।

২) ১৯০৮ খ্রিস্টাব্দে প্রেসিডেন্সী জেল হাসপাতালে কানাইলাল দত্ত ও সত্যেন বসু বিশ্বাঘাতক নরেন গোঁসাইকে হত্যা করেন। 

৩) ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভাইসরয়ের আগস্ট প্রস্তাব এর ইঙ্গিতকে স্বাগত জানিয়ে ভারত বিভাগের প্রস্তাব গৃহীত হয়।

৪) ১৯৫৬ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি ড.রাজেন্দপ্রসাদ রাজ্য পুনর্গঠন বিলে স্বাক্ষর করেন এবং বিলটি আইনে পরিণত হয়। 

৫) ১৯৫৯ খ্রিস্টাব্দে খাদ্যের দাবিতে কলকাতায় কৃষক মিছিলের ওপরে পুলিশের হিংস্র ও বর্বরোচিত নির্যাতন। 

৬) ১৯৬৮ খ্রিস্টাব্দে থুম্বা থেকে রোহিনী এম এস ভি ১- এর সফল উৎক্ষেপন হয়। 

৭) ১৯৭৭ খ্রিস্টাব্দের আজকের দিনে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে একটানা ২২ ঘন্টা লোকসভার অধিবেশন চলেছিল–যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। 

৮) ১৯৮৫ খ্রিস্টাব্দে কলকাতায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাজ্য সরকারি সাংস্কৃতিক কেন্দ্র 'নন্দন' এর উদ্বোধন করেন। 

 ৯) ১৯৯৩ খ্রিস্টাব্দে ভাগ্যশ্রী ও প্রবীণ থাকলে লয়েডস ফ্যামিলি চেস চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে। 

১০) ১৯৯৭ খ্রিস্টাব্দে ভারতীয় পরিবেশবিদ এম সি মেহেতা ও সাহিত্যিক মহাশ্বেতা দেবী ফিলিপিন্স এর রাষ্ট্রপতির কাছ থেকে ম্যাগসেসে পুরস্কার, ১৯৯৭ গ্রহণ করেন। 

১১) আজকের দিনে জন্মেছিলেন  হিন্দু আধ্যাত্মিক গুরু রমেশ ওঝা;  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাভাগাল শ্রীনাথ; অভিনেতা ত প্রযোজক জয়সৃর্য; অভিনেত্রী নিহারীকা সিং; UPSC পরীক্ষায় সর্বকালীন রেকর্ড নম্বর পেয়ে IAS নির্বাচিত হওয়া ইরা সিংঘল প্রমুখ; মুঘল সম্রাট জাহাঙ্গীর, ঔপন্যাসিক অমৃতা প্রীতম, স্বনামধন্য চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ প্রমুখ। 

১২) আজকের দিনে প্রয়াত হন গণিতবিদ এস এস পিল্লাই; সংগীত কম্পোজার পি এন রাও; স্বাধীনতা সংগ্রামী রামদুলারী সিংহ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ান্ত সিং, প্রাক্তন লোকসভার সাংসদ কাশীপুর রাণা প্রমুখ। 


আন্তর্জাতিক প্রেক্ষিত : 

১) ১৯০৭ খ্রিস্টাব্দে রাশিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাংলো–রাশিয়ান কনভেনশন চুক্তি স্বাক্ষরিত হয়।

২) ১৯৩৬ খ্রিস্টাব্দে Radio Prague এর নতুন নাম হয় International broadcasting station of the Czech Republic. 

৩) ১৯৪১ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সার্বিয়ান প্যারামিলিটারি ফোর্স লোজনিকার যুদ্ধে জার্মানিকে পরাজিত করে। 

৪) ১৯৫৭ খ্রিস্টাব্দে মালয় যুক্তরাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়। এর নতুন নাম হয় মালয়েশিয়া। 

৫) ১৯৬২ খ্রিস্টাব্দে ত্রিনিদাদ এন্ড টোব্যাগো স্বাধীনতা লাভ করে। 

৬) ১৯৯১ খ্রিস্টাব্দে কিরঘিজস্তান সোভিয়েত ইউনিয়নের থেকে স্বাধীনতা লাভ করে।

৭) আজকের দিনে জন্মেছিলেন আমেরিকান অভিনেতা স্যানফোর্ড মেইজনার; ইতালিয়ান রাজনীতিক অ্যালটিরো স্পিনেলি; কিউবান–আমেরিকান কম্পোজার আরসেনিও রড্রিগেজ; ইংরেজ ঐতিহাসিক ক্রিস্টাইন কিং প্রমুখ। 

৮) আজকের দিনে প্রয়াত হন চেক অভিনেতা পল ডেমেল; ফরাসি চিত্রকর জর্জ ব্রেক ; আমেরিকান অভিনেতা ও নির্দেশক জন ফোর্ড; ইংরেজ ভাস্কর হেনরি মূর, ইংরেজ রসায়নবিদ জর্জ পোর্ট প্রমুখ। 

স্মরণীয় আজ : ভারতে দই–হাঁড়ি রোহিনী ব্রত, রোমানিয়ায় ভাষা দিবস, আমেরিকায় National Trail Mix Day, উত্তর বোর্নিওতে স্বশাসন দিবস ।

সংকলক : স্বপন ঘোষ 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন