Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৮ আগস্ট, ২০২১

বনগাঁয় কবিগুরুর প্রয়াণ দিবস পালন

 

Poet-death-day

সমকালীন প্রতিবেদন : ‌রবিবার বনগাঁ শহরে একাধিক জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালিত হল। এদিন সকালে বনগাঁ পুরসভার উদ্যোগে ত্রিকোণ পার্কে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বনগাঁর এনএনবি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সমবেত সঙ্গীতের মাধ্যমে কৃষ্ণচূড়া, বকুল, কদম, দেবদারু ইত্যাদি মিলিয়ে মোট ৩০ টি চারাগাছ রোপণ করা হয়। তার আগে শহরের রবীন্দ্রপ্রেমীরা কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এদিন সন্ধেয় বনগাঁ পুরসভা এবং বনগাঁ পাবলিক লাইব্রেরি এন্ড টাউন হল এর যৌথ উদ্যোগে নীলদর্পণ হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে সেখানে কবিগুরুর মূর্তি পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত বিশিষ্ঠজনেরা। এরপর গান, কবিতা, নাটকের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয়। এই মঞ্চ থেকেই এদিন পুরসভা এলাকার এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ২৮২ জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন