Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৮ জুলাই, ২০২১

দিল্লির নয়া পুলিশ কমিশনার রাকেশ আস্তানা

New Delhi Police Commissioner Rakesh Astana

সমকালীন প্রতিবেদন : দিল্লির নয়া পুলিশ কমিশনার হলেন সিবিআইয়ের প্রাক্তন কর্তা রাকেশ আস্থানা। ৩১ জুলাই তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তার আগেই মঙ্গলবার তাঁর চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে আস্থানাকে দিল্লি পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। সিবিআই ডিরেক্টরের পদে আস্থানা ফিরবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু তাঁর অবসরের আর মাত্র কয়েক মাস বাকি থাকায় ডিরেক্টর হওয়ার সম্ভাবনা বাতিল হয়ে যায়। 

নরেন্দ্র মোদী ও অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত গুজরাত ক্যাডারের আইপিএস আস্থানাকে সিবিআইয়ে নিয়ে আসা হয় এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেই। তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মার সঙ্গে আস্থানার সংঘাত চরমে পৌঁছেছিল। বিতর্কে জড়ান তিনি। ২০১৮ সালে আস্থানাকে সিবিআই থেকে সরিয়ে বিমান পরিবহণের নিরাপত্তার দায়িত্বে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বিএসএফের ডিজি-র দায়িত্ব সামলাচ্ছিলেন। 

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আইটিবিপি-র মহাপরিচালক এসএস দেশওয়ালকে বিএসএফের ডিজি পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পদে নতুন নিয়োগের আগে পর্যন্ত তিনি বহাল থাকবেন। আইপিএস রাকেশ আস্তানা ওই গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাঁর দিল্লির পুলিশ কমিশনার হিসাবে নিয়োগের ফলে বিএসএফের মহাপরিচালক পদ খালি হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন