Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩১ জুলাই, ২০২১

দিনের টুকিটাকি : ‌৩১ জুলাই, ২০২১

 জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্টে ক্ষোভ জ্যোতিপ্রিয়র

Day–trips
সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরও কয়েকজনকে কুখ্যাত দুষ্কৃতী বলে উল্লেখ করা হয়েছে। সেই ঘটনার তীব্র প্রতিবাদ করে কমিশনের সদস্যদের উদ্দেশ্যে জ্যোতিপ্রিয়র কড়া বক্তব্য, 'জাতীয় মানবাধিকার কমিশনের সমস্ত ‌সদস্যদেরকে টেনে হাইকোর্টে দাঁড় করাবো।' শনিবার হাবরা থানার বদর এলাকায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে অনুষ্ঠান মঞ্চ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন তিনি। এদিন তিনি বলেন, 'আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনে যারা সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন, তাঁরা আরএসএস মনোনীত। তাছাড়া জাতীয় মানবাধিকার কমিশন পরিচালিত হয় বিজেপি নেতাদের দ্বারা। তাই মানবাধিকার কমিশনের অভিযোগের পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। কমিশনের সদস্যদের হাইকোর্টে দাঁড় করাবো।' হাবড়ায় বন দপ্তরের লাগাতার হানার বিষয়ে তিনি জানান, 'বেআইনি কাজের সঙ্গে ‌যারা যুক্ত, তাদেরকে প্রশ্রয় দেও‌য়া হবে না। আমার কেন্দ্রেও যদি কোনও অনৈতিক কাজ হয়, তাহলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'‌ 


বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকেও গরহাজিরা

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সাংগঠনিক বৈঠকেও বিজেপির একাধিক নেতা, বিধায়ক গরহাজির থাকায় ফের সমালোচনার মুখে বনগাঁর বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় ফের বিজেপির অন্ত:‌কলহ প্রকাশ্যে চলে এলো। শনিবার দুপুরে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বনগাঁ জেলা অফিসে দলের কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের বনগাঁ সাংগঠনিক জেলার পর্যবেক্ষক, কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী গাজেন্দ্র সিং শেখাওয়াত। আর সেখানে দেখা মেলে নি বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, গাইঘাটার সুব্রত ঠাকুরকে৷ এর আগেও দলের একাধিক বৈঠকে অনুপস্থিত থাকার ঘটনা ঘটেছে। তারপরেও এদিন ফের এদিন অনুপস্থিতির ঘটনায় ক্ষুদ্ধ নেতৃত্ব। যদিও এ ব্যাপারে গাজেন্দ্র সিং শেখাওয়াতে বলেন, 'অনেকের ব্যক্তিগত কাজ বা পূর্ব পরিকল্পিত কর্মসূচি থাকতে পারে৷ যারা এসেছেন, তাঁদেরকে নিয়ে মিটিং হয়েছে।' 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন