সমকালীন প্রতিবেদন : ক্রিকেট ইতিহাস এমন কিছু রেকর্ডে ভরপুর, যা কেবল পরিসংখ্যানের পাতায় সীমাবদ্ধ নয়– এই কীর্তিগুলি খেলাটির গৌরবময় ঐতিহ্য ও কিংবদন্তিদের অমরত্বের প্রতীক। সময়ের সঙ্গে ক্রিকেটের চরিত্র বদলেছে, এসেছে টি-টোয়েন্টির দাপট, ব্যস্ত সূচি ও প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ। তবুও কিছু রেকর্ড আজও অটুট থেকে গেছে, যা ভবিষ্যতেও ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ব্যাটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ও ঐতিহাসিক কীর্তিগুলির একটি সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান। ৫১টি টেস্ট ও ৪৯টি ওয়ানডে শতরানে গড়া এই মাইলফলক এখনও অধরা। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শতরান থেকে শুরু করে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিশ্বের সব প্রান্তে ধারাবাহিক সাফল্য– এই রেকর্ড সচিনের অসাধারণ প্রতিভা, মানসিক দৃঢ়তা এবং দীর্ঘ ক্যারিয়ারের প্রমাণ।
বর্তমান যুগে ফরম্যাটের বিভাজন ও খেলোয়াড়দের উপর বাড়তি চাপের কারণে এই কীর্তি ছোঁয়া কার্যত কল্পনার বাইরে। টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের আরেক অনন্য উদাহরণ রাহুল দ্রাবিড়। ‘দ্য ওয়াল’ নামে পরিচিত এই কিংবদন্তি ২৮৬টি টেস্ট ইনিংসে একবারও গোল্ডেন ডাকে আউট হননি। ১৬৪টি টেস্টে ১৩,২৮৮ রান, ৩৬টি শতরান ও ৫২.৩১ গড়– সব মিলিয়ে প্রতিটি বল সামলানোর অতুলনীয় দক্ষতার নিদর্শন তিনি।
ব্যাটিংয়ের সর্বোচ্চ ইনিংসের কথায় এলে ব্রায়ান লারার নাম অবধারিত। ২০০৪ সালে অ্যান্টিগুয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজেয় ৪০০ রান টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর হিসেবে আজও একক। ৫৮২ বলের এই ম্যারাথন ইনিংস ছিল ধৈর্য, ফিটনেস ও মানসিক শক্তির অনন্য প্রদর্শনী। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছেও কিংবদন্তির প্রতি সম্মান জানিয়ে ইনিংস ডিক্লেয়ার করেন, ফলে লারার রেকর্ড আরও একবার অক্ষত থাকে।
ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ের চূড়ান্ত বিস্ফোরণ রোহিত শর্মার ২৬৪ রান। ২০১৪ সালে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা এই ইনিংস এখনও একদিনের ক্রিকেটে সর্বোচ্চ। শুধু তাই নয়, ওয়ানডেতে তিনটি দ্বিশতক করা একমাত্র ব্যাটার হিসেবেও রোহিত ইতিহাসে জায়গা করে নিয়েছেন।
বোলিংয়ে মুথাইয়া মুরলিধরনের ৮০০ টেস্ট উইকেট ক্রিকেটের আরেক বিস্ময়কর অধ্যায়। ১৩৩ টেস্টে এই কীর্তি বর্তমান বাস্তবতায় প্রায় অচিন্তনীয়। পাশাপাশি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ৯৯.৯৪ ব্যাটিং গড়, স্যার জ্যাক হবসের ১৯৯টি প্রথম শ্রেণির শতরান, জেসন গিলেস্পির নাইটওয়াচম্যান হিসেবে টেস্টে দ্বিশতক এবং হেডলি ভেরিটির ১০ রানে ১০ উইকেট– সব মিলিয়ে এই রেকর্ডগুলি ক্রিকেট ইতিহাসে এমন এক উচ্চতায় দাঁড়িয়ে আছে, যা খেলাটির রোমাঞ্চ ও মহিমাকে চিরকাল অক্ষুণ্ণ রাখবে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন