সমকালীন প্রতিবেদন : অনলাইন টিকিট বুকিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সাধারণ যাত্রীবান্ধব করতে নতুন নিয়ম কার্যকর করল ভারতীয় রেলওয়ে। জাল অ্যাকাউন্ট ও দালালচক্রের দৌরাত্ম্য রুখতেই ধাপে ধাপে এই কড়া বিধিনিষেধ চালু করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ৫ জানুয়ারি থেকে যাঁরা তাঁদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করেননি, তাঁরা রিজার্ভেশন উইন্ডো খোলার প্রথম দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে টিকিট বুক করতে পারবেন না।
এই নিয়ম শুধুমাত্র ট্রেন ছাড়ার তারিখের ৬০ দিন আগে খোলা বুকিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। রেলের দাবি, এর ফলে উদ্বোধনের দিন প্রকৃত যাত্রীরা অগ্রাধিকার পাবেন এবং সিস্টেমের উপর অস্বাভাবিক চাপও কমবে।
নতুন ব্যবস্থাটি তিনটি ধাপে কার্যকর করা হচ্ছে। প্রথম ধাপ শুরু হয়েছিল ২৯ ডিসেম্বর। সেই সময় থেকে আধার লিঙ্ক না করা আইআরসিটিসি অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে টিকিট বুক করতে পারছেন না। দ্বিতীয় ধাপ কার্যকর হয়েছে সোমবার, ৫ জানুয়ারি থেকে। এই পর্যায়ে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়েছে।
সবচেয়ে কড়া নিয়ম আসছে তৃতীয় ধাপে। রেল সূত্রে জানানো হয়েছে, ১২ জানুয়ারি থেকে যেসব আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা নেই, সেগুলি থেকে সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত কোনওভাবেই টিকিট বুক করা যাবে না। অর্থাৎ কার্যত আধার সংযুক্ত না থাকলে ওই অ্যাকাউন্ট দিয়ে অনলাইন টিকিট বুকিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
রেলের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল জাল বুকিং রোধ করা। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে, সফ্টওয়্যার ব্যবহার করে বা ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে দালালরা মুহূর্তের মধ্যে টিকিট কেটে নিচ্ছে। ফলে সাধারণ যাত্রীরা রিজার্ভেশন খোলার পরেও টিকিট পাচ্ছেন না। নতুন নিয়মে সেই প্রবণতা অনেকটাই কমবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
একই সঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আধার লিঙ্কিং বাধ্যতামূলক করার ফলে অনলাইন প্ল্যাটফর্মে সকল যাত্রীর জন্য সমান সুযোগ তৈরি হবে। উদ্বোধনের দিনে যত বেশি সম্ভব প্রকৃত যাত্রীকে নিশ্চিত টিকিট দেওয়াই এই ব্যবস্থার মূল লক্ষ্য। রেলের মতে, ধাপে ধাপে নিয়ম কার্যকর করায় যাত্রীরাও নতুন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন