সমকালীন প্রতিবেদন : নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ঘরোয়া এক দিনের সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন শুভমন গিল। ঘাড় ও গলার চোট সারিয়ে তিনি আবার ওয়ানডে দলে ফিরেছেন। সহ-অধিনায়ক হিসেবে দলে রাখা হয়েছে শ্রেয়স আইয়ারকে, যদিও তাঁর অন্তর্ভুক্তি পুরোপুরি নির্ভর করছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের চূড়ান্ত ফিটনেস ছাড়পত্রের উপর।
অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স। সেই ঘটনার পর গত কয়েক মাস তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে দীর্ঘদিন রিহ্যাবের পর সম্প্রতি ‘রিটার্ন টু প্লে ম্যাচ সিমুলেশন’-এ ৫০ ওভারের একটি ম্যাচ খেলেন তিনি। সেখানে কোনও অস্বস্তি না থাকায় বোর্ডের চিকিৎসকেরা তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছেন। তবে আন্তর্জাতিক ম্যাচের ধকল নিতে পারবেন কি না, তা বোঝা যাবে বিজয় হজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার পরই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজে গিল চোটের কারণে খেলতে পারেননি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ইতিমধ্যেই মাঠে ফিরেছেন। সাম্প্রতিক সময়ে খাদ্যে বিষক্রিয়ার কারণে একটি ঘরোয়া ম্যাচে না খেললেও, তাঁর চোট গুরুতর নয় বলে পঞ্জাব দল নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড সিরিজে তাঁকে অধিনায়ক করেই আস্থা রেখেছে নির্বাচকরা।
এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ডিয়াকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এই সিদ্ধান্ত। এখনও পুরো ১০ ওভার বোলিংয়ের জন্য হার্দিক পুরোপুরি প্রস্তুত নন বলে জানিয়েছে বোর্ড। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি। পেস বিভাগে ফিরেছেন মহম্মদ সিরাজ, যিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন।
বিজয় হজারে ট্রফিতে ভাল পারফরম্যান্স করেও দলে জায়গা পাননি মহম্মদ শামি, সরফরাজ খান, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ধ্রুব জুরেলের বদলে ঋষভ পন্থকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাটিং বিভাগে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও শ্রেয়স আইয়ার।
অন্যদিকে অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডি। স্পিন আক্রমণে কুলদীপ যাদবের সঙ্গে সহায়তা করবেন জাডেজা ও সুন্দর। পেস আক্রমণে সিরাজ ছাড়াও রয়েছেন আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজকে সামনে রেখে পরীক্ষানিরীক্ষার পথে না হেঁটে স্থিতিশীল দল গঠনই নির্বাচকদের মূল লক্ষ্য বলেই মনে করছে ক্রিকেট মহল।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন