Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

টয়ট্রেনে জঙ্গলের হাতছানি, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

 ‌

Jungle-safari-on-toy-train

সমকালীন প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য ভালো খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হল টয়ট্রেনের জনপ্রিয় জঙ্গল সাফারি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এক বেসরকারি সংস্থার সহযোগিতায় নতুন বছরের দ্বিতীয় রবিবার থেকেই এই পরিষেবার সূচনা হয়েছে। আপাতত প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার এই বিশেষ সাফারি উপভোগ করতে পারবেন পর্যটকরা।

পুরোপুরি প্যাকেজ ব্যবস্থায় এই জঙ্গল সাফারির রুট শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি পর্যন্ত। সকাল ১০টায় শিলিগুড়ি জংশন থেকে রওনা দিয়ে টয়ট্রেন পৌঁছাবে গয়াবাড়িতে। যাত্রাপথে পড়বে উত্তরবঙ্গের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল মহানন্দা। ভাগ্য সহায় হলে ট্রেনে বসেই দেখা মিলতে পারে বুনো হাতির পাল, বনো বাইসন, হরিণ এমনকি বাঘেরও। পাশাপাশি চোখে পড়বে জঙ্গল, চা-বাগান ও পাহাড়ি প্রকৃতির অনন্য দৃশ্য। পথে সুকনা, রংটং, পাগলাঝোড়া ও তিনধারিয়ার সৌন্দর্য উপভোগ করার সুযোগ থাকছে।

এই সাফারিতে যাত্রীদের জন্য থাকছে নানা সুবিধা। সকালে ব্রেকফাস্ট, দুপুরে গয়াবাড়িতে লাঞ্চ এবং সন্ধ্যায় চা বা কফির সঙ্গে মোমো পরিবেশন করা হবে। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ট্রেনের প্রতিটি কামরায় মহিলা কর্মী থাকবেন। সব মিলিয়ে এটি একটি নিরাপদ ও আকর্ষণীয় ডে-আউটিং প্যাকেজ। মাথাপিছু ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,২০০ টাকা। বিকেলেই গয়াবাড়ি থেকে ফের যাত্রা শুরু করবে টয়ট্রেন।

রবিবার এই জঙ্গল সাফারির প্রথম যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে-এর আধিকারিকরা। প্রথম দিনেই ২৬ জন যাত্রী এই বিশেষ সফরে অংশ নেন। কামরার পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার প্রধান সঞ্জয় গোস্বামী জানান, প্রতি শনিবার ও রবিবারের পাশাপাশি সরকারি ছুটির দিনেও এই পরিষেবা মিলবে। আপাতত সাত বছরের চুক্তিতে এই জঙ্গল সাফারি পরিচালনা করা হবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন