Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

বিশ্বকাপ ভেন্যু বিতর্কের মধ্যে শেষপর্যন্ত ভারতে খেলতে আসবে কি বাংলাদেশ?

World-Cup-venue

সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই জটিল হয়ে উঠছে বাংলাদেশের ভারত সফর ঘিরে অনিশ্চয়তা। তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। 

বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে তারা জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আগ্রহী নয় বাংলাদেশ দল। সেই সঙ্গে আইসিসির কাছে ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর আবেদনও জানানো হয়।

চলতি বছরের ৪ জানুয়ারি বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বাংলাদেশ সরকারের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বোর্ড। কিন্তু বিসিবির এই দাবিতে কার্যত গুরুত্ব দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 

বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার বার্তা দেয় তারা। পরবর্তী সময়ে বিসিবির তরফে ই-মেল মারফত ফের আবেদন জানানো হলেও আইসিসির অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। এই বিষয়ে আইসিসির এক কর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের দাবি যথেষ্ট যুক্তিপূর্ণ নয়। তাঁর বক্তব্য, সত্যিই যদি নিরাপত্তা নিয়ে সমস্যা থাকত, তা হলে বিসিবি চাইলে ভারতে একটি বিশেষ পর্যবেক্ষক দল পাঠাতে পারত। 

কিন্তু সেই পথে হাঁটেনি তারা। নিরাপত্তার প্রশ্নে শুধু অভিযোগ তুললেই চলবে না, নির্দিষ্ট রিপোর্ট ও প্রমাণের ভিত্তিতে আবেদন করতে হয়। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, বহুজাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে ভারতের নিরাপত্তা ব্যবস্থা বরাবরই আন্তর্জাতিক মানের। 

এই বিতর্কের মাঝেই মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের কার্যক্রম পর্যালোচনা ও যুব ক্রিকেট সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশের বিশ্বকাপ সফর বা ম্যাচের ভেন্যু পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার বিসিসিআইয়ের নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসিই।

উল্লেখ্য, আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নিরাপত্তার অজুহাতে বিসিবি একাধিক চিঠি পাঠিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানিয়েছে। 

তবে আইসিসির কড়া অবস্থানের ফলে সেই দাবি আপাতত ধোপে টিকছে না। সব মিলিয়ে, বিসিবি ও বিসিসিআইয়ের টানাপোড়েনের জেরে তৈরি হওয়া এই অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়ছে ক্রিকেটারদের উপর। এখন দেখার, আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং বিশ্বকাপের সূচি নিয়ে এই জটিলতা কোথায় গিয়ে থামে।‌‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন