Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

রাজ্য সরকারি কর্মীদের এ বার সপরিবারে আন্দামান ভ্রমণে বিমানের ভাড়ার খরচ দেবে নবান্ন

 

Andaman-tour

সমকালীন প্রতিবেদন : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় উপহার দিল নবান্ন। এতদিন সরকারি কর্মীরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বেড়াতে গেলে যাতায়াতের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা ছিল, তা শিথিল করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে আন্দামান ভ্রমণে বিমানের পুরো ভাড়াই পাবেন কর্মীরা।

আগে রাজ্য সরকারি কর্মীরা 'লিভ ট্র্যাভেল কনসেশন' বা ভ্রমণ ভাতা হিসেবে আন্দামান যাওয়ার জন্য শুধুমাত্র জাহাজের ভাড়ার সমতুল্য টাকা পেতেন। যদি কোনও কর্মী বিমানে যাতায়াত করতেন, তবে তাঁকে জাহাজের ভাড়ার হিসেবেই টাকা মেটানো হতো। কিন্তু আকাশপথ ও জলপথের ভাড়ার বিপুল ফারাক এবং জাহাজের অনিয়মিত সূচীর কারণে কর্মীদের পকেট থেকে বাড়তি বড় অঙ্কের টাকা খরচ করতে হতো। ৩০ ডিসেম্বর অর্থ দপ্তরের (অডিট ব্রাঞ্চ) জারি করা নতুন নির্দেশিকায় সেই ২০০৫ সালের নিয়মে বদল আনা হয়েছে।

নবান্ন জানিয়েছে, কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করে বিমানের ইকোনমি ক্লাসের ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলি হলো– সরকারি কর্মীরা সপরিবারে আন্দামান গেলে বিমানের ইকোনমি ক্লাসের টিকিট কাটতে পারবেন। যাতায়াতের জন্য যে প্রকৃত খরচ হবে, তার পুরো টাকাটাই সরকার রিইম্বার্স করবে। তবে এই ভাড়া অবশ্যই ‘লিমিটেড’ এবং বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে যথার্থ হতে হবে।

এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্তাবলি রয়েছে, যা পূরণ করলে তবেই ভাড়ার টাকা ফেরত পাওয়া যাবে। প্রশাসনের দাবি, জাহাজে যাতায়াত অত্যন্ত সময়সাপেক্ষ এবং তা প্রায়শই অনিয়মিত হয়ে পড়ে। ফলে পর্যটকদের চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হতো। অনেক ক্ষেত্রেই বাধ্য হয়ে বিমানে টিকিট কাটলেও ভাড়ার পূর্ণ টাকা না পাওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ ও নানা বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই ধন্দ কাটাতে এবং নতুন বছরে কর্মীদের উপহার দিতেই এই পদক্ষেপ।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে আন্দামানের নীল জলরাশি উপভোগ করা এখন সরকারি কর্মীদের কাছে আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠল। নতুন বছরের শুরুতেই এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সরকারি মহলে।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন