সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা আপাতত আরও পিছিয়ে গেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে তাঁর খেলা এখন কার্যত অনিশ্চিত। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত মেডিক্যাল ছাড়পত্র না পাওয়াই এর প্রধান কারণ।
প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল, ৩০ ডিসেম্বর বোর্ডের চিকিৎসকদের কাছ থেকে ফিটনেসের ছাড়পত্র পেয়ে শ্রেয়স ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। সেই অনুযায়ী বিজয় হজারে ট্রফির ম্যাচ এবং ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে ছাড়পত্র না মেলায় সেই আশা আপাতত ভেস্তে গিয়েছে।
সূত্রের খবর, নতুন কিছু শারীরিক সমস্যার কারণে আরও অন্তত এক সপ্তাহ তাঁকে পর্যবেক্ষণে থাকতে হবে। আগামী সপ্তাহে ফের তাঁর ফিটনেস পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করলেই মিলবে খেলার অনুমতি। জানা গিয়েছে, চোটের জেরে শ্রেয়স আইয়ারের শরীর থেকে প্রায় ৬ কেজি ওজন কমে গিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে তাঁর পেশিশক্তিতে। ব্যাটিং করতে তেমন অসুবিধা না হলেও আগের মতো স্বচ্ছন্দে বড় শট খেলতে সমস্যা হচ্ছে।
চিকিৎসকরা মনে করছেন, এই অবস্থায় তাঁকে মাঠে নামানো ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট পান শ্রেয়স। রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। সেই চোট সেরে গেলেও ওজন কমে যাওয়ায় এখনও তিনি ম্যাচ ফিট নন বলে মত চিকিৎসকদের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ শুরু ১১ জানুয়ারি। যদিও এখনও দল ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, ৩ বা ৪ জানুয়ারি দল ঘোষণা করতে পারে বিসিসিআই। নির্বাচকরা চাইলে শ্রেয়সকে দলে রাখতে পারেন, তবে তাঁর খেলা সম্পূর্ণ নির্ভর করবে চিকিৎসকদের অনুমতির উপর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে যেমন শুভমন গিলকে দলে রেখেও খেলানো হয়নি, তেমন পরিস্থিতিই হতে পারে শ্রেয়সের ক্ষেত্রে। বর্তমানে জিম, নেট প্র্যাকটিস ও ফিল্ডিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন শ্রেয়স। বিজয় হজারে ট্রফির নকআউট পর্ব শুরু হবে ১২ জানুয়ারি থেকে। সেখানে তাঁর ফেরার সম্ভাবনা থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দেখা কঠিন বলেই মনে করছে ক্রিকেট মহল।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন