সমকালীন প্রতিবেদন : শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, নদীয়ায় দলের কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে করে তিনি বনগাঁয় পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর। সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় সাজো সাজো রব।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘিরে ঠাকুরনগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বনগাঁ জেলা পুলিশ। ঠাকুরবাড়ি চত্বর এবং আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। বসানো হয়েছে অতিরিক্ত সিসি ক্যামেরা। ভিড় সামাল দিতে ও নিরাপত্তা নিশ্চিত করতে শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে ঠাকুরবাড়িতে উৎসবের আবহ তৈরি হয়েছে। তাঁর পুজো দিতে আসার খবরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ছে। গোটা ঠাকুরবাড়ি চত্বর সাজানো হয়েছে দলীয় পতাকা ও লাল নিশানে। পাশাপাশি ভক্তদের জন্য জায়ান্ট স্ক্রিনও বসানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ঠাকুরনগরে পৌঁছানোর পর মতুয়া ভক্তরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হরিচাঁদ–গুরুচাঁদ মন্দিরে নিয়ে যাবেন। সেখানে পুজো দেওয়ার পর তিনি বড়মার মন্দিরে গিয়ে আশীর্বাদ গ্রহণ করবেন। এরপর নির্ধারিত কর্মসূচি শেষে ঠাকুরনগর ছাড়ার কথা রয়েছে তাঁর।
সব মিলিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক ও ধর্মীয়– দুই দিক থেকেই এলাকায় বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। নিরাপত্তা থেকে শুরু করে ভক্তদের সমাগম– সবকিছু মিলিয়ে শুক্রবার ঠাকুরনগরে নজর থাকবে প্রশাসন ও রাজনৈতিক মহলের।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন