সমকালীন প্রতিবেদন : টি–২০ বিশ্বকাপে ভারতে খেলতে আপত্তি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি যে অবস্থান নিয়েছিল, তা কার্যত খারিজ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে– নির্ধারিত সূচি ও ভেন্যুতে কোনও পরিবর্তন হচ্ছে না। ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। ভারতে খেলতে অস্বীকার করলে তার সরাসরি প্রভাব পড়বে পয়েন্ট টেবিলে—এমন কড়া বার্তাও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি কর্তারা বিসিবিকে জানিয়ে দেন, নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট—কোনও কিছুই টি–২০ বিশ্বকাপ ২০২৬-এর সূচি বদলের কারণ হতে পারে না। ম্যাচ অন্য দেশে সরানোর প্রশ্নই নেই। সূত্রের দাবি, বৈঠকেই জানিয়ে দেওয়া হয়, মাঠে না নামলে পয়েন্ট খোয়ানোর সম্ভাবনাও রয়েছে। যদিও বিসিবির তরফে দাবি করা হয়েছে, তারা এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও লিখিত বা চূড়ান্ত নির্দেশ পায়নি।
এই বিতর্কের সূত্রপাত কয়েক দিন আগে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে ছাড়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়, ‘চারপাশের পরিস্থিতি’ বিবেচনা করে মুস্তাফিজের চুক্তি বাতিল করতে হবে। এরপরই নিরাপত্তার প্রশ্ন তুলে বিসিবি আইসিসির কাছে অনুরোধ জানায়, ভারতের মাটিতে হতে যাওয়া টি–২০ বিশ্বকাপের গ্রুপ সি-র ম্যাচগুলি যেন অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
রবিবার বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, তারা আইসিসিকে চিঠি দিয়েছে। দাবি করা হয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়। পাকিস্তান যেভাবে হাইব্রিড মডেলে আইসিসি ইভেন্ট খেলেছে, বাংলাদেশও তেমন ছাড় আশা করছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, আইসিসি সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে। আইসিসির বার্তা স্পষ্ট– বাংলাদেশকে টি–২০ বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ সি-র চারটি ম্যাচই ভারতে। ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির বিরুদ্ধে ম্যাচগুলি কলকাতার ইডেন গার্ডেন্সে এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে ম্যাচ মুম্বইয়ে হওয়ার কথা। ইডেন গার্ডেন্স কেকেআরের হোম গ্রাউন্ড হওয়ায় মুস্তাফিজুর ইস্যুর সঙ্গে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।
এর মধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিসিবির একাধিক কর্তা প্রকাশ্যে স্বীকার করেন, রাজনীতি এই মুহূর্তে ক্রিকেট সম্পর্কের উপর প্রভাব ফেলছে। মুস্তাফিজুর দ্রুত পাকিস্তান সুপার লিগে যোগ দেওয়াও বিতর্কে নতুন মাত্রা যোগ করে।
তবে আইসিসির চাপের মুখে ধীরে ধীরে সুর নরম করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সময় ভারতে খেলতে না আসার হুঁশিয়ারি দেওয়া বিসিবি এখন ‘গঠনমূলক আলোচনার’ কথা বলছে। আইসিসি তাদের অবস্থানে অনড়। শেষ মুহূর্তে সূচি বদলের কোনও সুযোগ নেই। এখন দেখার, আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের পর বাংলাদেশ কী পথ বেছে নেয়।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন