Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

কোহলি–রোহিতকে পাশে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মাথায় রেখে এগোচ্ছে ভারত

 

2027-oneday-World-Cup

সমকালীন প্রতিবেদন : ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আদৌ দেখা যাবে কি না—এই প্রশ্ন ঘিরেই সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে জল্পনা তুঙ্গে। টিম ম্যানেজমেন্ট তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছে কি না, তা নিয়েও নানা মহলে চলছিল আলোচনা। অবশেষে সেই বিতর্কের স্পষ্ট জবাব দিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। রাজকোটে ভারত–নিউ জিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, বিরাট ও রোহিত দু’জনেই টিম ইন্ডিয়ার বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

কোটাকের কথায়, টি-২০ ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এই দুই তারকা এখন শুধুমাত্র একদিনের ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন। সেই ফরম্যাটে ভারতকে সাফল্য এনে দিতেই তাঁদের যাবতীয় প্রস্তুতি ও পরিকল্পনা। তিনি জানান, বিরাট ও রোহিত নিয়মিতই প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ওয়ানডে ফরম্যাটের কৌশল, ম্যাচ স্ট্র্যাটেজি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এমনকী, দক্ষিণ আফ্রিকায় ২০২৭ বিশ্বকাপের সময় ভারতের কেমন পরিকল্পনা হওয়া উচিত, তা নিয়েও এখন থেকেই কথাবার্তা চলছে।

উল্লেখ্য, গত বছর প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, বিশ্বকাপ নিয়ে কোহলি ও রোহিত স্পষ্ট কোনও প্রতিশ্রুতি দেননি। সেই মন্তব্যের পর থেকেই তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে কোটাকের দাবি, বাস্তবে ‘রো-কো’ এখনও দলের সক্রিয় অংশ এবং পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন। যদিও রোহিত শর্মা এখন আর দলের অধিনায়ক নন, তবু ম্যাচের কৌশল নির্ধারণ, মাঠে পরিস্থিতি সামলানো এবং তরুণ ক্রিকেটারদের দিশা দেখানোর ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান ব্যাটিং কোচ।

কোটাক আরও বলেন, “ওদের অভিজ্ঞতা এতটাই বেশি যে, দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজেদের ভাবনা ভাগ করে নিতে পারে। শুধু তাই নয়, কোচিং স্টাফের সঙ্গেও নিয়মিত আলোচনা চলে।” তাঁর মতে, একদিনের ক্রিকেটে ভারতের প্রতিটি ম্যাচ জেতাই এখন বিরাট ও রোহিতের মূল লক্ষ্য।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলে এই দুই মহাতারকা দীর্ঘ বিরতিতে যাবেন। ২০২৬ সালের আইপিএলে ফের মাঠে নামার কথা তাঁদের। তবে তার আগেই ব্যাটিং কোচের স্পষ্ট বার্তা– ২০২৭ বিশ্বকাপের রূপরেখায় বিরাট কোহলি ও রোহিত শর্মা দু’জনেই আছেন, আর তা জেনেই ভারতীয় শিবির এখন আত্মবিশ্বাসী।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন