সমকালীন প্রতিবেদন : আগামী কয়েক দিন রাজ্যে শীতের চরিত্রে খুব একটা বদল আসছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে এই সপ্তাহের শেষের দিক থেকেই ধীরে ধীরে কমতে পারে শীতের দাপট। তার পাশাপাশি সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটারে।
বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার যেখানে তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার তা নেমে দাঁড়িয়েছে ১৩.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার থাকলেও ভোরের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাতে আর মাত্র এই সপ্তাহটাই—তার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সপ্তাহের শেষ তিন দিনে রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও আগামী কয়েক দিন উত্তুরে হাওয়ার প্রভাব বজায় থাকবে, তবুও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।
কুয়াশার দাপটও কমছে না। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের এক-দুটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ধরনের কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের হুগলি, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলায় কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং ও আলিপুরদুয়ার বাদে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে।
তাপমাত্রার হিসেবে দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম ছিল শ্রীনিকেতন—সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতল জেলাগুলির মধ্যে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় পারদ নেমে গিয়েছিল ৩ ডিগ্রিতে।
আবহাওয়া দপ্তরের মতে, আগামী তিন দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দু’প্রান্তেই রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিন ধরে গোটা রাজ্যেই রাতের তাপমাত্রা ২–৩ ডিগ্রি করে বাড়তে পারে। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে এবং শুক্রবার আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা আছে।
আগামী কয়েক দিনে পার্বত্য দার্জিলিং বাদে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকতে পারে ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের পারদ ১২ থেকে ১৩ ডিগ্রির আশপাশেই থাকার সম্ভাবনা।
সব মিলিয়ে বলা যায়, শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি, তবে এই সপ্তাহের শেষে ধীরে ধীরে উষ্ণতার দিকে এগোতে পারে রাজ্যের আবহাওয়া। কুয়াশা ও শুষ্ক আবহাওয়ার মধ্যেই শীতের শেষ অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে আলিপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন