Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

শীত ঘনিয়ে যাচ্ছে বাংলায়, দক্ষিণ থেকে উত্তর, বদলে যাচ্ছে আবহাওয়া

 

Winter-mood

সমকালীন প্রতিবেদন : ‌দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একাধিক ডিগ্রি কমে যাওয়ায় জীবনযাত্রার গতিপথও বদলায়। বিশেষত পুরুলিয়া জেলায় শীতের আমেজ পুরোপুরি অনুভূত হচ্ছে। ভোরবেলায় ঘন কুয়াশা পুরো জেলাকে ঢেকে রাখে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলাতেই — দক্ষিণ বা উত্তর — শুষ্ক আবহাওয়া বজায় থাকবে; বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে আংশিক মেঘলা, এবং দিনের বেশির ভাগ সময় রোদ পড়বে।

পুরুলিয়ায় সাধারণত ডিসেম্বর মাসে গড় তাপমাত্রা সর্বোচ্চ থাকে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪.৭ ডিগ্রি। এছাড়া, ডিসেম্বর মাসে গড় আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৪৬ শতাংশ এবং বৃষ্টিপাত অত্যন্ত কম। মাসজুড়ে প্রায় ২ দিন মাত্র বৃষ্টি হয় ও মোট বৃষ্টির পরিমাণ খুবই কম হয়। অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং-এ ডিসেম্বর মাসে দিনের গড় তাপমাত্রা ১৬–১৭ ডিগ্রি সেলসিয়াস, রাতে নামতে পারে ৭–৮ ডিগ্রি পর্যন্ত। 

দার্জিলিংয়ের শীতকাল সাধারণত শুষ্ক হয়, তবে মাঝে মাঝে শৈত্য এবং কুয়াশার অনুভূতি তৈরি হয়। এ তথ্য থেকে স্পষ্ট, রাজ্যের উত্তর ও দক্ষিণ উভয় অংশেই শীত পড়েছে, তবে ভৌগোলিক ও জলবায়ু বৈচিত্র্যের কারণে অভিজ্ঞতা ভিন্ন। পুরুলিয়া এবং অন্যান্য দক্ষিণাঞ্চলের জেলায় ঘন কুয়াশা ভোরে দেখা পাওয়া যাচ্ছে। কিন্তু দিনের শুরু হলে রোদ উঠে। 

হাওয়া অফিস জানাচ্ছে, উপকূলীয় ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সকালের কুয়াশা সম্ভব, এবং দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০–৯০০ মিটারের মধ্যে নেমে যেতে পারে। আগামী ৫–৭ দিনের মধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রার ফারাক থাকবে। দিনের বেলায় রোদ, রাতে শীত। ফলে রাত ও সকালের তাপমাত্রায় তীব্র পার্থক্য হবে। বিশেষত উত্তরের জেলাগুলিতে শৈত্য অনুভূত হবে এবং দক্ষিণেও শীত তার পরিপূর্ণ রূপ ধরবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন