সমকালীন প্রতিবেদন : ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক হিসেবে মনোনয়ন পেয়েছেন শুভমান গিল, তবে তাঁর খেলা নির্ভর করছে পুরোপুরি মেডিক্যাল টিমের ছাড়পত্রের উপর।
ইডেনে মাত্র তিন বল খেলে চোট পাওয়ার পর দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন গিল। ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যান। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে রয়েছেন তিনি। সেখানেই ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। ধাপে ধাপে বাড়ানো হচ্ছে ওয়ার্কলোড। ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলনের সূচিও চূড়ান্ত হবে মেডিক্যাল দলের পরামর্শে। যদিও বোর্ড গিলের ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করতে নারাজ।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, গিলের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আরও ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ম্যাচ সিমুলেশনের পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হলেই ছাড়পত্র মিলবে। নির্বাচক প্রধান অজিত আগরকর গিলের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত রিপোর্ট পাচ্ছেন। তবে শেষ মুহূর্তে কোনো জট না হলে তাঁকে পাওয়া যাবে বলেই মনে করছেন বোর্ড কর্তারা। তবুও যদি ঝুঁকি থাকে, তাহলে প্রথম ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ার পর দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত ফর্মে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। তাই তাঁর নির্বাচনে কোনও বিস্ময় ছিল না। তবে দলে জায়গা হয়নি রিঙ্কু সিং-এর। এশিয়া কাপে শুধুমাত্র অতিরিক্ত ব্যাটার হিসেবে সুযোগ মিলেছিল তাঁর।
দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রিঙ্কুকে না রাখায় নির্বাচকমণ্ডলীর বার্তা স্পষ্ট– আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় তিনি এখন পিছিয়ে। বিশেষজ্ঞদের মতে, কোচ গৌতম গম্ভীরের ‘বেশি অলরাউন্ডার’ নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই হয়তো রিঙ্কুকে বাদ দেওয়া হয়েছে। এদিকে, গিল না খেললে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গী হিসাবে সঞ্জু স্যামসনকেই দেখা যেতে পারে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টি-টোয়েন্টি দল —
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন