সমকালীন প্রতিবেদন : বাংলায় নভেম্বরেই শীতের আভাস মিললেও ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-র প্রভাবে তা প্রায় উধাও হয়ে যায়। ক্যালেন্ডারে ডিসেম্বর ঢুকলেও রাজ্যে শীতের দেখা মিলবে না—এমনই দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, চলতি ডিসেম্বরেও রাতের তাপমাত্রা গড়ে বেশি থাকতে পারে। ফলে শীতপ্রেমীদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হল।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ‘দিতওয়াহ’ বর্তমানে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আকারে রয়েছে। আরও কিছুটা উত্তরে সরে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতেই এটি নিম্নচাপে পরিণত হবে। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে বাংলায় এর কোনও সরাসরি প্রভাব নেই।
তবুও ঘূর্ণিঝড়ের আগের আবহাওয়া পরিবর্তনের ধাক্কায় রাজ্যে শীতের আগমন বারবার বিলম্বিত হচ্ছে। নভেম্বরের মাঝামাঝি যে ঠান্ডার আমেজ তৈরি হয়েছিল, তা এখন পুরোপুরি ম্লান।
বর্তমানে দক্ষিণবঙ্গজুড়ে মেঘলা আকাশ ও মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টির প্রবণতা বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে বৃহত্তর পূর্বাভাস, আগামী পাঁচ থেকে সাত দিন রাজ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বদলে সকালের দিকে কুয়াশার প্রকোপ বাড়বে। বহু জায়গায় দৃশ্যমানতা কমে ২০০ মিটারের ঘরে নেমে যেতে পারে।
আবহবিদদের মতে, ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকারই সম্ভাবনা। যদিও মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে পারদ কিছুটা নামার ইঙ্গিত মিলেছে। অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নামতে পারে ১১–১২°C. উইকএন্ডে শীতের আবহ কিছুটা ফিরে মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ, ডিসেম্বরে আবার ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে নিচু দিকের জেলা– দুই দিনাজপুর ও মালদায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তিন–চার দিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি নামতে পারে। সকালে হালকা কুয়াশার পর পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা সর্বাধিক।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন