Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার ট্রেনে ভাড়া বৃদ্ধি, লোকাল ও সিজন টিকিটে ছাড় দিল রেল

 

Train-fare-increase

সমকালীন প্রতিবেদন : আবারও বাড়ছে দূরপাল্লার যাত্রিবাহী ট্রেনের ভাড়া। বড়দিনের পর, অর্থাৎ আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কাঠামো কার্যকর করতে চলেছে ভারতীয় রেল। রবিবার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। যদিও স্বস্তির খবর, লোকাল ট্রেনের ভাড়া ও নিত্যযাত্রীদের সিজন টিকিটের (মান্থলি পাস) দামে কোনও পরিবর্তন হচ্ছে না।

রেল সূত্রে জানা গিয়েছে, নতুন ভাড়া কাঠামো অনুযায়ী দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের সাধারণ শ্রেণি, নন-এসি এবং এসি‌– সব ধরনের টিকিটেই সামান্য ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, এই বৃদ্ধি অত্যন্ত সীমিত এবং কিলোমিটার-পিছু পয়সার হিসাবে নির্ধারিত হয়েছে।

রেলের বিবৃতিতে বলা হয়েছে, মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে সর্বোচ্চ ভাড়া বাড়বে কিলোমিটার-পিছু ২ পয়সা। এই হার এসি ও নন-এসি– উভয় শ্রেণির সংরক্ষিত টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাশাপাশি অসংরক্ষিত বা জেনারেল টিকিটের ভাড়াতেও বৃদ্ধি করা হয়েছে, যদিও তার জন্য নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে।

নয়া কাঠামো অনুযায়ী, সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রায় কোনও অতিরিক্ত ভাড়া দিতে হবে না। অর্থাৎ স্বল্পদূরত্ব বা শহরতলি ও আশপাশের এলাকায় যাতায়াতকারী যাত্রীদের জন্য ভাড়া অপরিবর্তিত থাকছে। তবে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে যাত্রার ক্ষেত্রে সাধারণ শ্রেণিতে কিলোমিটার-পিছু ১ পয়সা করে ভাড়া বাড়বে।

দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি শ্রেণিতে কিলোমিটার-পিছু ২ পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল। ফলে নন-এসি শ্রেণিতে ৫০০ কিলোমিটার যাত্রার জন্য যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা গুনতে হবে। এসি শ্রেণিতেও একই হারে, অর্থাৎ কিলোমিটার-পিছু ২ পয়সা করে ভাড়া বাড়বে বলে জানানো হয়েছে।

রেল কর্তৃপক্ষের বক্তব্য, এই ভাড়া বৃদ্ধি কেবলমাত্র ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বের যাত্রার ক্ষেত্রেই কার্যকর হবে। সাধারণ শ্রেণির স্বল্পদূরত্বের যাত্রীদের উপর যাতে অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সেই কারণেই এই সীমা নির্ধারণ করা হয়েছে।

রেলের দাবি, এই সামান্য ভাড়া সংশোধনের ফলে যাত্রীদের উপর বড় কোনও আর্থিক বোঝা পড়বে না। তবে এর মাধ্যমে রেলের রাজস্ব বৃদ্ধি পাবে। রেল মন্ত্রকের হিসাব অনুযায়ী, নতুন ভাড়া কাঠামোর ফলে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে বলে আশা করা হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ খরচ এবং পরিকাঠামো উন্নয়নের ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শীতের ছুটিতে, বিশেষ করে বড়দিন ও নতুন বছরের সময় দূরপাল্লার ট্রেনে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে। সেই সময় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও, রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রী পরিষেবা ও নিরাপত্তা বজায় রাখতে এই অতিরিক্ত আয়ের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে এটি দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধির দ্বিতীয় দফা। গত জুলাই মাসেও মেল ও এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন শ্রেণিতে কিলোমিটার-পিছু ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। এবারও প্রায় একই হারে ভাড়া বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে, ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার ট্রেনে যাত্রা করলে টিকিটের দামে সামান্য হলেও পরিবর্তন চোখে পড়বে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন