Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের ভারতীয় দলে বাদ শুভমান, ফিরলেন ঈশান

 

T20-World-Cup-team

সমকালীন প্রতিবেদন : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার মুম্বইয়ে বিসিসিআই সদর দফতরে জাতীয় নির্বাচক কমিটির বৈঠকের পর দল ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। দল ঘোষণা করেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

বিশ্বকাপের স্কোয়াডে একাধিক বড় চমক রেখেছেন নির্বাচকেরা। সবচেয়ে বড় বিস্ময়, দল থেকে বাদ পড়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুভমান গিল। একই সঙ্গে বাদ গিয়েছেন জিতেশ শর্মাও। তাঁদের জায়গায় দলে ফিরেছেন ঈশান কিশান এবং জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। দীর্ঘদিন ধরেই শুভমানের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। সংক্ষিপ্ততম ফরম্যাটে নিজেকে প্রমাণ করতে না পারার ফলেই শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না তিনি।

অন্য দিকে, প্রায় দু’বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল ঈশান কিশানের। ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালের নভেম্বরে। সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই তাঁর প্রত্যাবর্তন। ওই প্রতিযোগিতায় ৫১৭ রান করেন ঈশান, স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০। ফাইনালে ৫১ বলে সেঞ্চুরি করে ঝাড়খণ্ডকে প্রথমবার জাতীয় স্তরের টি-টোয়েন্টি খেতাব জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। 

সেই পারফরম্যান্সই তাঁকে বিশ্বকাপের টিকিট এনে দিল বলে মনে করছে ক্রিকেট মহল। ফিনিশার সমস্যা মেটাতে দলে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে। এতদিন হার্দিক পান্ডিয়া একাই এই দায়িত্ব সামলাচ্ছিলেন। রিঙ্কুর অন্তর্ভুক্তি ভারতীয় দলের ব্যাটিং গভীরতা বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সহ-অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে অক্ষর পটেলকে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখেই দলে চার জন বিশেষজ্ঞ স্পিনার ও একাধিক স্পিন অলরাউন্ডার রাখা হয়েছে। সেই কারণে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের মতো পেসারদের জায়গা হয়নি। ঋষভ পন্থও বিবেচনায় আসেননি। 

এই বিশ্বকাপ স্কোয়াডই জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত প্রথম দিনেই অভিযান শুরু করবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে সূর্যকুমার যাদবের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঈশান কিশান এবং হর্ষিত রানা।‌







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন