সমকালীন প্রতিবেদন : প্রশিক্ষণরত এক ফার্মেসি শিক্ষানবীশ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের এক অস্থায়ী কর্মী। সোমবার রাতে ঘটনাটি ঘটার পরই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রতন মালাকার, বাড়ি হাবড়ায়। সে দীর্ঘদিন ধরেই ওই হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত। অভিযোগ, সোমবার বাথরুমে যাওয়ার সময় অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করে। বাইরে বেরোনোর পর আবারও অশ্লীল প্রস্তাব দেয় বলে জানিয়েছেন ওই ছাত্রী।
ঘটনার পর আতঙ্কিত ছাত্রী বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে সরাসরি গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, বা ওই অভিযুক্তের বিরুদ্ধে আগে কোনও অভিযোগ উঠেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, শিক্ষানবীশদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে।
ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। যদিও এব্যাপারে কোনও মন্তব্য করতে চায় নি ধৃত অস্থায়ী কর্মী।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন